• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৬:৫৮:২৯ (06-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৬:৫৮:২৯ (06-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নওগাঁয় ধান চাষে ‘সমলয়’ পদ্ধতি: কম খরচে বেশি ফলন

৬ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:৫৫:৫৭

নওগাঁয় ধান চাষে ‘সমলয়’ পদ্ধতি: কম খরচে বেশি ফলন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সমলয় পদ্ধতিতে ইরিবোরো রোপণ হচ্ছে। চলতি অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রকল্প থেকে জেলার তিন উপজেলায় এ পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে। কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহার বৃদ্ধি, সময়, শ্রম ও অর্থ সাশ্রয় হবে। এতে লাভবান হবেন কৃষক। জেলার কৃষিতে খুলছে নতুন এক দুয়ার। তবে এ পদ্ধতিতে চাষাবাদ কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে হবে। তবেই কৃষিতে সফলতা আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

খাদ্য শস্যে উদ্বৃদ্ধ উত্তরের বৃহৎ জেলা নওগাঁ। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে কৃষকদের ধানের আবাদ করতে হয়। ইরি-বোরো মৌসুমের সময় প্রচণ্ড শীত ও কুয়াশায় শ্রমিক সংকট দেখা দেয়ায় সময়মতো জমিতে চারা রোপণ করা সম্ভব হয় না। আবার কাটামাড়াইয়ের সময় শ্রমিক সংকটে বৃষ্টিতে ধান জমিতে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তবে আধুনিক যন্ত্র ব্যবহারের প্রসার ও প্রচার বাড়লে কৃষকদের জন্য সুবিধা হবে। তবে কৃষিতে যেসব যন্ত্রের ব্যবহার রয়েছে সেগুলোর দাম কমাতে হবে। তাহলে কৃষকরা উদ্বৃদ্ধ হবে এবং বাড়বে যন্ত্রের ব্যবহার।

জেলার মহাদেবপুর উপজেলার বাগাচারা গ্রামের মাঠে ৩১ জন কৃষককে উদ্বৃদ্ধ করে ১৫০ বিঘা জমিতে সমলয় পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে। যেখানে জমি চাষ, সেচ ও রোপণে ব্যস্ত কৃষক। রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে জমিতে চারা রোপণ করা হচ্ছে। তবে তার আগে ৭০০ কেজি উন্নত জাতের ব্রি-১০৪ বা বাসমতি ধানের বীজ দিয়ে ট্রেতে চারা তৈরি করা হয়েছে।

বাগাচারা গ্রামের কৃষক মিজানুর রহমান বলেন, প্রকল্পে ১০ বিঘা জমি আছে। বিগত বছরগুলোতে তিনি পুরনো পদ্ধতিতে জমিতো চাষাবাদ করতাম। এতে প্রতিবিঘাতে রোপণ থেকে শুরু করে ধান কাটামাড়াই করে ঘরে উঠানো পর্যন্ত খরচ হতো ১৬ হাজার থেকে ১৭ হাজার টাকা। তবে প্রকল্প থেকে চাষাবাদ করায় এবছর খরচ পড়ছে বিঘাপ্রতি মাত্র ৫ হাজার টাকা। এতে এ মৌসুমে সাশ্রয় হবে অন্তত দেড় লাখ টাকা। চাষাবাদে খরচ কম হওয়ায় এবং দাম ভালো পাওয়ায় লাভবান হতে পারবো।

একই গ্রামের কৃষক মতিউর রহমান বলেন, এ প্রকল্প থেকে বীজ বা ধানের চারা, সার, জমি রোপণ করে দেয়া হচ্ছে। পরবর্তীতে জমি থেকে ধান কাটা-মাড়াই করে দেয়া হবে। তবে আমাদের শুধু জমি চাষ, সেচ ও কীটনাশক খরচ পড়ছে। এতে প্রায় ৫ হাজার টাকার মতো খরচ হবে। এতে আমাদের খরচ কম হচ্ছে। এছাড়া আধুনিক এ পদ্ধতিতে আমরা হাতে-কলমে চাষাবাদ শিখতে পারছি। আগামীতে নিজেরাই চাষাবাদ করবো। আশপাশের কৃষকরা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ দেখতে ও অভিজ্ঞতা নিতে আসছে। কীভাবে চারা তৈরি ও ধান রোপণ হচ্ছে তা দেখে অনেকেই উদ্বৃদ্ধ হচ্ছে।

রাইস ট্রান্সপ্লান্টারের চালক আরশাদ আলী বলেন, এক বিঘা জমি শ্রমিক দিয়ে রোপন করতে প্রায় ৩ হাজার টাকা মজুরি নেয় এবং সারাদিন সময় লাগে। সেখানে মেশিন দিয়ে রোপণ করতে সময় মাত্র ৪০ মিনিট। আর মজুরি নিয় ৫০০ টাকা। দিনে প্রায় ১৪-১৫ বিঘা রোপণ করা যায়। এই পরিমাণ জমি রোপণে খরচ পড়ে প্রায় দুই হাজার টাকা।

মহাদেবপুর উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ বলেন, ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রকল্প থেকে সমলয় পদ্ধতিতে চাষাবাদ করা হচ্ছে। আমরা একই জাতের ফসল উৎপাদন করছি। এতে ফসলের রোগ পোকামাকড়ের নানা জটিল বিড়ম্বনা দূর হবে এবং একই সময়ে আবাদের সময় যেকোনো বিপদে এক যোগে কাজ করে সহজেই মোকাবিলা করা সম্ভব হবে। পরবর্তীতে ধান কেটে কৃষকদের ঘরে তুলে দেয়া হবে।

তিনি বলেন, প্রকল্পের উদ্যেশ্য ধান চাষাবাদে প্রতিটি প্রযুক্তি কৃষকদের হাতে-কলমে শিক্ষা দেয়া। বীজতলা তৈরিতে চারা শোধন থেকে শুরু করে কীভাবে শৈত্যপ্রবাহের মাঝেও ভালো রাখা যায় এবং বীজতলার পরিচর্চা করাসহ ট্রেতে চারা উৎপাদন শেখানো হয়েছে।

প্রচলিত পদ্ধতিতে বীজতলা তৈরি না করে আধুনিক পদ্ধতিতে চাষাবাদে সময় ও শ্রম অপচয়রোধে কৃষিতে যান্ত্রিকীকরণে ব্যবহারে যুগোপযোগী পদ্ধতি হচ্ছে ‘সমলয়’ চাষ। ২০-২৫ দিনের মধ্যে চারা হয় এবং রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ করায় সময়ও কম লাগে। সমলয় পদ্ধতিতে কৃষক একই জাত ব্যবহার করে একই সময়ে রোপণ ও কাটা-মাড়াই করতে পারবে। এক্ষেত্রে আমরা নতুন জাত সম্প্রসারণ করতে পারছি। ধান উৎপানের ক্ষেত্রে আধুনিক যে পদ্ধতি রয়েছে সবগুলোর ব্যবহার শিখতে পারছি।

চলতি ইরি-বোরো মৌসুমে জেলার তিন উপজেলায় (মহাদেবপুর, পত্নীতলা ও ধামইরহাট) ৪৫০ বিঘা জমিতে সমলয় পদ্ধতিতে চাষাবাদ করা হচ্ছে। এতে এক মৌসুমে কৃষকদের সাশ্রয় হবে অন্তত ৫০ লাখ টাকা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

একুশে পদক পাচ্ছেন ১৪ ব্যক্তি ও নারী ফুটবল দল
৬ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:২৩:২৫


ঝিনাইদহে শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:০১:৫৩

ঝিনাইদহে মুজিবের ম্যুরাল ভাঙচুর-অগ্নিসংযোগ
৬ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:৫২:২৭


শিবচরে চোকদার মটরসে দুর্ধর্ষ চুরি
৬ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:৩২:০৮

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা ডুবে শিশুর মৃত্যু
৬ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:২৫:২০

টাঙ্গাইলে দিনব্যাপী পিঠা উৎসব
৬ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:২১:৪৯

নওগাঁয় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
৬ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:১৭:০৯

মা-বোনদের বিরুদ্ধে যা বললেন নায়িকা পপি
৬ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:১৩:৪৪