• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৮:১০ (06-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৮:১০ (06-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

৬ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:০৭:১৫

কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সাবেক সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দীন বাহারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ৫ ফেব্রুয়ারি বুধবার রাত ১টার দিকে নগরীর মুন্সেফবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, রাত ১টার দিকে একদল ছাত্র-জনতা মুন্সেফবাড়ি এলাকায় মিছিল নিয়ে জড়ো হন। তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং বাহারের বাড়ির জানালার গ্রিল ভাঙার চেষ্টা করেন। এ সময় বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে বাড়িটিতে ভাঙচুর চালানো হয় এবং পেট্রোল ঢেলে কয়েকটি কক্ষে ও ভবনের সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও বাহারের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। সেই সময় থেকে বাড়িটিতে কেউ বসবাস করছেন না।

এদিকে, রাত সাড়ে ১২টার দিকে নগরীর রামঘাট এলাকায় কুমিল্লা মহানগর ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়েও ভাঙচুর চালানো হয়। বিক্ষুব্ধরা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের প্রধান ফটকের সামনে থাকা ইটের গাঁথুনি ভেঙে ফেলেন। এরপর তারা নগরীতে বিক্ষোভ মিছিল করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান এ ঘটনার প্রতিক্রিয়ায় বলেন, ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনা দেশে ষড়যন্ত্র শুরু করেছেন। তিনি দেশ থেকে পালানোর পর থেকে ভিডিও ও অডিও বার্তার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনার এসব অপতৎপরতা দেশের ছাত্র-জনতা মেনে নেবে না। তাই বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগের অফিস ভাঙচুরের পর বাহারের বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন যে, বাহার বছরের পর বছর ধরে কুমিল্লার মানুষের ওপর অত্যাচার ও নির্যাতন চালিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ছাতক থানার ওসিকে খুলনা রেঞ্জে বদলি
৬ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৪৫:০৭


মনিরামপুরে মৌমাছির কামড়ে নিহত ১, আহত ১০
৬ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:২৮:০১

কুমিল্লা আদালত চত্বরে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর
৬ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:১৫:৫৯




একুশে পদক পাচ্ছেন ১৪ ব্যক্তি ও নারী ফুটবল দল
৬ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:২৩:২৫


ঝিনাইদহে শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:০১:৫৩