• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে মাঘ ১৪৩১ রাত ০৮:০২:০৯ (06-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে মাঘ ১৪৩১ রাত ০৮:০২:০৯ (06-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নওগাঁয় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

৬ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:১৭:০৯

নওগাঁয় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ১৭ বছর আগে আলোচিত ফজলুর রহমান হত্যাকাণ্ডে জড়িত ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের আতুরা গ্রামের মৃত সুবিত আলীর ছেলে ইব্রাহিম (৬০), রাইগাঁ গ্রামের আব্দুস সামাদের ছেলে আশরাফ (৪৫) এবং একই গ্রামের তছির উদ্দীনের ছেলে শহীদুল ইসলাম (৫০), আব্দুস ছালাম (৬০) ও আবুল কালাম আজাদ (৫০)। রাষ ঘোষণার সময় তারা প্রত্যেকেই আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২৪ এপ্রিল জমি সংক্রান্ত বিরোধের জেরে রাইগাঁ গ্রামে ফজলুর রহমান (৫৫) নামে এক পশু চিকিৎসককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী শাহানাজ বেগম বাদী হয়ে ওইদিনই থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় পুলিশের পর দ্বিতীয় দফায় তদন্ত শেষে আদালতে ১৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে সিআইডি। দীর্ঘসময় ধরে মামলা চলাকালীন ৩ জন আসামির মৃত্যুও হয়। পরবর্তীতে ১৬ জনের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর ধরে মামলা চলার পর ২২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে রায় ঘোষণা করে আদালত। রায়ে ৫ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি শুনানি করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট সওকত ইলিয়াস কবির। আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট অমরিন্দ্রনাথ ঘোষ ও অ্যাডভোকেট মোকছেদ আলী মন্ডল।

এদিকে, রায়ে অসন্তুষ্টি প্রকাশ করে মামলার বাদী নিহত ফজলুর রহমানের স্ত্রী শাহানাজ বেগম বলেন, এ রায়ে আমরা পুরোপুরি ন্যায় বিচার পাইনি। আরেক মূল আসামিকে খালাস দিয়েছেন বিচারক। তাই উচ্চ আদালতে আপিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ছাতক থানার ওসিকে খুলনা রেঞ্জে বদলি
৬ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৪৫:০৭


মনিরামপুরে মৌমাছির কামড়ে নিহত ১, আহত ১০
৬ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:২৮:০১

কুমিল্লা আদালত চত্বরে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর
৬ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:১৫:৫৯




একুশে পদক পাচ্ছেন ১৪ ব্যক্তি ও নারী ফুটবল দল
৬ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:২৩:২৫


ঝিনাইদহে শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:০১:৫৩