স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে টাঙ্গাইলে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ পিঠা উৎসবের আয়োজন করে শাহীন শিক্ষা পরিবার। উৎসবে অর্ধশত স্টলে শীতের পিঠার পসরা সাজানো হয়। এছাড়াও বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। হাসিনা সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। দেশে যখন জনগণের মুল্য থাকেনা তখন সরকার স্বৈরাচার হয়ে যায়। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
তিনি আরও বলেন, মনে রাখতে হবে এ দেশের মালিক হচ্ছে জনগণ। জনগণের অধিকার হরণ করবে, মানুষের উপর জুলুম করবে আগামীতে এ ধরনের শাসন ব্যবস্থা আমরা চাই না।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মাছুদুল আমীন শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু ও জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available