ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীতে অতিরিক্ত পণ্যবোঝাই নৌকা ডুবে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা আহত হয়েছেন।
৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলার পৌর বড়বাজার সংলগ্ন তিতাস নদীতে এই ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম রিয়াদ (৪)। সে উরখলিয়া সরকার বাড়ির শাহআলম মিয়ার ছেলে। আহত মা বিউটি আক্তার (২৩)।
নবীনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেবব্রত সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নবীনগর সদর থেকে প্রায় ২০-৩০ জন যাত্রী নিয়ে একটি নৌকা বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে যাচ্ছিল। নবীনগর নৌকাঘাট থেকে মাঝ নদীতে অতিক্রমকালে অতিরিক্ত পণ্যের ভারে নৌকাটি ডুবে যায়।
নৌকায় থাকা অন্যান্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও মা ও শিশু পানিতে তলিয়ে যান। স্থানীয়রা এবং স্বেচ্ছাসেবকরা উদ্ধারকাজে অংশ নেন। প্রায় এক ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা আহত অবস্থায় মাকে এবং পরে শিশুটির মরদেহ উদ্ধার করে।
নৌকার এক যাত্রী সালাম মিয়া জানান, নৌকায় অতিরিক্ত সিমেন্টের বস্তা বোঝাইয়ের কারণে এটি ভারী হয়ে যায় এবং তার চোখের সামনেই ডুবে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী সরেজমিনে ঘুরে দেখেন এবং অতিরিক্ত মালামাল নিয়ে যানবাহন ভারসাম্যহীন হয়ে চালানো বিষয়টি কঠোর হুঁশিয়ার করেছেন।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাফিজা নিশা জানান, নৌকাডুবির পর আহতকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে শিশুটিকে মৃত অবস্থায় আনা হয়। আহত মাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available