সাজেদুল হক প্রান্ত, নরসিংদী: নরসিংদীতে আদালত প্রাঙ্গণে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেছেন বৈষম্যবিরোধী বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। এ সময় নিষিদ্ধ আদালতে রাখা ছাত্রলীগের গ্রেফতার হওয়া ১০ নেতাকর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে।
৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার হওয়া জেলার বিভিন্ন উপজেলার ১০ ছাত্রলীগ নেতার রিমান্ড শুনানিকে কেন্দ্র করে সকাল হতে আদালত প্রাঙ্গণে জড়ো হন বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। এসময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান এবং আদালতে প্রবেশ করানোর সময় আসামি কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মীদের পুলিশের বাধা উপেক্ষা করে মারধর করা হয়। পরে আদালত প্রাঙ্গণে থাকা শেখ মুজিবের ম্যুরালটি ভাঙচুর করা হয়।
পরে আসামিদের দ্রুত আদালতের হাজতখানায় নেয়া হয়। আদালত প্রাঙ্গণে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। পরে দুপুর দেড়টার দিকে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেফতার হওয়া ১০ ছাত্রলীগ নেতাকে নরসিংদীর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজির আদালতে তোলা হয়। এসময় পুলিশের আবেদনের প্রেক্ষিতে আসামিদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
নরসিংদী আদালতের পুলিশ পরিদর্শক খন্দকার জাকির হোসেন জানান, গ্রেফতারদের আদালতে ঢুকানোর সময় আগে থেকেই অবস্থান নেয়া ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দেয় এবং আসামিদের ওপর হামলার চেষ্টা করলেও পুলিশি নিরাপত্তায় পারেনি। আদালত আসামিদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available