কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে গুড়িয়ে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আদালত চত্বরে বিপুলসংখ্যক আইনজীবী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে, বুধবার রাতে সদর আসনের সাবেক এমপি আ ক ম বাহা উদ্দিনের বাড়ি ও মহানগর আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে কুমিল্লা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মো. আবু রায়হান তার ফেসবুক পোস্টে আদালত চত্বরের ম্যুরাল ভাঙার ঘোষণা দেন।
ম্যুরাল ভাঙা শেষে মো. আবু রায়হান সাংবাদিকদের বলেন, এই কুমিল্লায় শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের কোনো চিহ্ন রাখা হবে না। যেখানেই তাদের চিহ্ন পাওয়া যাবে, তা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।
তিনি আওয়ামী আইনজীবীদের উদ্দেশে বলেন, এই আদালতে বার নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী আইনজীবীরা আদালতে প্রবেশের পাঁয়তারা করছে। যারা আওয়ামী আইনজীবীদের পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের হুঁশিয়ার করে বলছি, আপনারা সাবধান হয়ে যান, আওয়ামী আইনজীবীদের পুনর্বাসনের চেষ্টা করলে আপনাদেরও একই পরিণতি হবে।
এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মুহাম্মদ রাশেদুল হাসান, মুখ্য সংগঠক মোস্তফা জিহান, যুগ্ম আহ্বায়ক মো. তারেক মাহমুদ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available