শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে জ্বিন হাজির করে চিকিৎসা দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন বেবি খাতুন নামে এক কবিরাজ।
উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের চরনারুয়া গ্রামে আস্তানা খুলে বসেছেন বেবি খাতুন নামে এক কবিরাজ। দেন বিভিন্ন রোগের চিকিৎসা। টিউমারের অপারেশনও করেন তিনি। অথচ, নেই কোনো প্রাতিষ্ঠানিক সনদ। এভাবেই তিনি মানুষের সাথে প্রতারণা করে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা।
কেউ প্রতিবাদ করতে গেলে তাদের প্রতিরোধ করার জন্য রয়েছে কবিরাজের নিজস্ব পেটুয়া বাহিনী। প্রতিবাদ করতে গেলে হামলা মারপিটের শিকার হতে হয়। তথ্য সংগ্রহের জন্য গেলে সাংবাদিকদের উপরও চড়াও হন তারা। ভিডিও ধারণে বাধা দেওয়া হয়।
জ্বিন হাজির করে চিকিৎসা দেওয়ার নাম করে বছরের পর বছর ধরে মানুষের সাথে প্রতারণা করে আসলেও তার বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো আইনানুগ ব্যাবস্থা। তাইতো তিনি কাচা টাকার জোরে এমন বেপরোয়া হয়ে উঠছে বলে ধারনা সচেতন মহলের।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, বেবি খাতুন দীর্ঘদিন ধরে জ্বিন হাজির করে চিকিৎসা দেওয়ার নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে। প্রতিদিন শতশত মানুষ আসে কবিরাজ বেবি খাতুনের কাছে। জ্বিন হাজির করে চিকিৎসা দেওয়ার নামে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, আমি বিষয়টি শুনেছি। এ ধরনের কিছু হয়ে থাকলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available