• ঢাকা
  • |
  • শনিবার ২৬শে মাঘ ১৪৩১ দুপুর ০১:১৮:৩১ (08-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৬শে মাঘ ১৪৩১ দুপুর ০১:১৮:৩১ (08-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সুনামগঞ্জে ৪ সিএনজিসহ মুদি দোকানের মালামাল চুরি

৮ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৯:২৩:১০

সুনামগঞ্জে ৪ সিএনজিসহ মুদি দোকানের মালামাল চুরি

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে চারটি সিএসজিসহ একটি মুদি দোকানের মালামাল ডাকাতি করে নিয়ে গেছে ডাকাতদলের সদস্যরা। ৭ ফেব্রুয়ারি শুক্রবার ভোররাত ৩টা থেকে সাড়ে ৩টার পর কোনো এক সময়ে উপজেলার পশ্চিম পাহগলা ইউনিয়নের ব্রাম্মণগাঁও পয়েন্ট থেকে ৪টি সিএনজি চালিত অটোরিক্সা ও একই পয়েন্টে থাকা একটি মুদিদোকানের মালামলা ডাকাতি করে নিয়ে বীরদর্পে চলে যায় ডাকাত দলের সদস্যরা।

শুক্রবার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার সকালে ঘটনাস্থলে গিয়ে ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকার লোকজন এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন।

সরজমিনে গিয়ে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার শান্তিগঞ্জের ব্রাম্মণগাঁও পয়েন্টে একদল সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা প্রথমে এসে ওখানকার নৈশ প্রহরীর চোখ মুখ লুঙ্গি দিয়ে বেঁধে ফেলে। এরপর পয়েন্টের ভিন্নভিন্ন স্থানে রাখা চারটি সিএনজি চালিত অটোরিক্সা, একটি মুদি দোকানের মালামাল ডাকাতি করে নিয়ে বীরদর্পে চলে যায় ডাকাতদলের সদস্যরা।

ডাকাতদলের সদস্যরা পয়েন্টে রাখা উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে ফরিদ আহমদের (গাড়ি নং- সুনামগঞ্জ থ ১১-৩৯০২), একই গ্রামের হানিফ উল্লার ছেলে আবদুল খালিকের (গাড়ির নং- সুনামগঞ্জ থ ১১-৩১৮৮), চন্দপুর গ্রামের আবদুল গফুরের ছেলে রুহুল আমীনের (গাড়ি নং সুনামগঞ্জ থ ১১-৪৪২), পূর্ব বীরগাঁও ইউনিয়ন থেকেও অপর একটি সিএনজি (সুনামগঞ্জ থ ১১-১৪৮২) ও ব্রাহ্মণগাঁও গ্রামের বাসিন্দা আল আমিনের মুদি দেকানের সম্পুর মালামাল ডাকাতি করে নিয়ে যায় ডাকাতদলের সদস্যরা।

শান্তিগঞ্জের ব্রাম্মণগাঁও’র বাসিন্দা আল-আমিন বলেন, আমার মুদি দোকানের ক্যাশ বস্ক থেকে থেকে নগদ টাকা, সিগারেটের কার্টুন, বিস্কুটসহ সকল মালামাল ডাকাতি করে নিয়ে গেছে। তিনি বলেন, এ দোকানের আয় রোজগার দিয়ে কোনো রকম আমার সংসার চলত, এখন দেখি সেই পথও বন্ধ হয়ে গেলে।

শান্তিগঞ্জ উপজেলার পশ্চিমপাড়া ব্রাম্মণগাঁও পয়েন্টে দায়িত্বে থাকা নৈশ প্রহরী আফতর আলী বললেন, ভোরের সময় কোনো কিছু বুঝে উঠার আগেই চারজন লোক এসে আমার উপর অতর্কিতভাবে হামলা করে। এরপর গলায় ধারালো ছুরি ধরে চিল্লাচিল্লি (চিৎকার) করতে নিষেধ করে। বাধা দিলে আমার পড়নে থাকা আমার লুঙ্গি খুলে আমার চোখ মুখ হাত পা বেঁধে পাশে কিছুটা দূরে থাকা একটি ট্রাকের নিচে ফেলে রাখে। প্রায় ২ ঘণ্টা এভাবেই ডাকাতরা আমাকে বেঁধে রাখে।

শুক্রবার বিকেলে শান্তিগঞ্জ থানার ওসি আকরাম হোসেন বলেন, ওটা ডাকাতির ঘটনা না, মূলত চুরির ঘটনা। এখানো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হেবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বাকৃবিতে ৯৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত
৮ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ০১:১০:৫২

চাঁপাইনবাবগঞ্জে পুরস্কার বিতরণী অনুষ্ঠান
৮ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:৫৫:৫৩




সুনামগঞ্জে বাসচাপায় সিএনজির ২ যাত্রী নিহত
৮ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:০৫:২৭