জয়পুরহাট প্রতিনিধি: কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশর অংশ হিসেবে জয়পুরহাট সদর উপজেলার দোগাছীতে কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৭ ফেব্রুয়ারি শুক্রবার দোয়ানী ঘাট এলাকায় এ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মো. ফারুক হোসেন।
ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও সদর থানা কৃষক দলের আহ্বায়ক সরদার মো. আনোয়ার হোসেন দিপু।
এ সময় তিনি বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে কৃষকদের ফসলের ন্যয্যমূল্য নিশ্চিতের লক্ষ্যে ইউনিয়নে ক্রয় কেন্দ্র স্থাপন, কৃষকদের জন্য শস্য বীমা চালু, সেচ ব্যবস্থায় সংকট নিরসনে খাল খনন ব্যবস্থা, কৃষকদের মাঝে সল্পমৃল্যে বীজ সার বিতরণসহ ১৩টি উদ্যোগ গ্রহণ করা হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, দোগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শানসুজ্জোহা বকুল, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম রতন, ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আজাদুল ইসলাম, ভাদসা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মোমিন সরদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available