• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:৪৫:০৫ (08-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:৪৫:০৫ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মাটিরাঙ্গায় জুয়ার আসর থেকে ভিডিপি সদস্যসহ দুই জুয়ারী আটক

১১ মে ২০২৩ সকাল ০৮:২১:৪৫

মাটিরাঙ্গায় জুয়ার আসর থেকে ভিডিপি সদস্যসহ দুই জুয়ারী আটক

মাটিরাঙ্গা, (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামাদিসহ দুই জুয়ারীকে আটক করেছে এলাকাবাসী।

৯ মে মঙ্গলবার মদ্যরাতে মাটিরাঙ্গা উপজেলাধীন বেলছড়ি ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড উত্তর পাড়ার পরিত্যক্ত বিজিবি ক্যাম্পের টিলা থেকে তাদেরকে আটক করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার মদ্যরাতে বেলছড়ি উত্তর পাড়ার পরিত্যক্ত বিজিবি ক্যাম্পের টিলায় প্রকাশ্যে নগদ টাকা দিয়ে জুয়া খেলা চলছে। এমন খবর উত্তর পাড়া এলাকায় জানাজানি হলে এলাকাবাসী একত্রিত হয়ে ক্যাম্পের টিলার দিকে যায়। এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে জুয়ার আড্ডা থেকে পালানোর সময় ভিডিপির হাবিলদারসহ দুই জুয়ারী ও জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদি আটক করে স্থানীয়রা। ১নং ওয়ার্ড মেম্বার টিপু সুলতান, ২নং ওয়ার্ড মেম্বার আল আমিন ও ৬নং ওয়ার্ড মেম্বার রুহুল আমীন এর হাতে হস্তান্তর করা হয়।

আটক ব্যাক্তিদের মধ্যে রয়েছে, ভিডিপির ১৫ প্লাটুনের হাবিলদার মো. শাহআলম প্রকাশ (সাকু) বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রহমত উল্যাহর ছোট ভাই সাইফুল ইসলাম। এ সময় আটক ব্যাক্তিরা আরও ৬ জনের নাম বলেন তারা হলেন, খোরশেদ আলম, শহিদ, কামরুল, ফারুক, বিল্লাল, ডা. মনির।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান কোনও ধরণের বিচার না করায় এলাকাবাসী ক্ষুব প্রকাশ করে জানান, জুয়ারীর বিচার না করায় এধরণের অসামাজিক কর্মকান্ড এলাকায় বারতেই থাকবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আল-আমীন ও টিপু মেম্বার বলেন, ভিডিপির হাবিলদারসহ অন্যান্যরা জুয়া খেলার সময় এলাকাবাসী তাদেরকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। আমাদেরকে ফোন দিলে আমরা পরিষদে এসে পরিস্থিতি ঘোলাটে দেখে চেয়ারম্যানকে অবগত করি। চেয়ারম্যান এলাকাবাসীকে বুধবার বিকেলে বিচার করা হবে এমন আসস্ত করেন।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. রহমত উল্যাহর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কুষ্টিয়ায় ছাত্রদলের ২ নেতা বহিষ্কার
৭ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:০৬:৪৪

নওগাঁয় মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:১৫

গাজীপুরে বিয়ের দাবিতে ৩ সন্তানের জননীর অনশন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:২০