বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ইলেকট্রিক মোটরসাইকেল শোরুম চালু করেছে বৈশ্বিক ব্র্যান্ড রিভো।এখন থেকে এ অঞ্চলের মানুষরা খুব সহজেই এই শোরুম থেকে তাদের পছন্দের ইলেকট্রিক মোটরসাইকেল কিনতে পারবেন। ফলে উত্তরঞ্চলের মানুষদের জন্য টেকসই, স্মার্ট ও আধুনিক প্রযুক্তির পরিবহন (ইলেকট্রিক মোটরসাইকেল) আরও সহজলভ্য হবে। পাশাপাশি ত্বরান্বিত হবে সবার জন্য স্মার্ট মোবিলিটির (যোগাযোগ) নিশ্চিতকরণের উদ্যোগ।
শহরের গোহাইল রোড সুত্রাপুরে সম্প্রতি নতুন এ শোরুম উদ্বোধন করা হয়। এখানে সেলস, সার্ভিস, স্পেয়ার পার্টস সুবিধাসহ রিভোর সম্পূর্ণ লাইনআপ পাওয়া যাবে। বিশেষ আকর্ষণ হিসেবে এখানে সম্প্রতি উন্মুক্ত হওয়া রিভো এ১০ মডেলের প্রি-অর্ডার এক্সক্লুসিভলি নেওয়া হবে। মাত্র ৭৯,৯০০ টাকা থেকে শুরু হওয়া এই মডেলটি ইলেকট্রিক মবিলিটিকে আরও সহজলভ্য করবে।
এছাড়াও, ক্রেতারা সেফটি ও রিলায়েবিলিটির জন্য বিখ্যাত এ০১ মডেল এবং উন্নত ফিচার সমৃদ্ধ, হাই-পারফরম্যান্স বিলাসবহুল মোটরসাইকেল সি০৩-সহ অন্যান্য জনপ্রিয় মডেলও পরখ করতে পারবেন। রিভোর ই-বাইকগুলো প্রতিদিনের যাতায়াত খরচ ৯০% পর্যন্ত কমাতে সক্ষম, যা অর্থনৈতিকভাবে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব সমাধান হিসেবে কাজ করবে।
শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিভো বাংলাদেশের হেড অব অপারেশনস মাহমুদুল হক, হেড অব মার্কেটিং মোহাম্মদ ফরিদ ঊদ্দিন এবং ইব্রার অটোসের কর্ণধার ইশতিয়াক আহমেদ প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available