নারায়ণগঞ্জ প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, ৩১ দফার জন্য আমরা সবাই মিলে কাজ করবো। আমরা প্রস্তুত আছি। আমরা হারবো না, বিজয় আমাদের হবেই৷কারণ আমরা সত্যের পক্ষে আছি। আমরা স্বৈরাচার ও অপশক্তির বিরুদ্ধে আছি।
৮ ফেব্রুয়ারি শনিবার রূপগঞ্জ ইউনিয়নে বিএনপির ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে আয়োজিত এক সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমাদের নেতা জিয়াউর রহমান ভয় পাননি। তিনি জীবন দিয়েছেন। কিন্তু মানুষের জন্য কাজ করেছেন, তিনি ভয় পাননি। আমি সে সময় যুবদলের নেতা ছিলাম। একটা মানুষের জীবনের শেষ যাত্রায় সবচেয়ে বড় পাওয়া হল একটা বড় জানাজা। আমাদের নেতা এটা পেয়েছেন।
অনুষ্ঠানে জেলা যুবদল নেতা ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available