লালমনিরহাট প্রতিনিধি: ফেসবুকে বিতর্কিত এবং উসকানিমূলক পোস্ট দেয়ায় লালমনিরহাট সরকারি কলেজের পদার্থ বিজ্ঞানের প্রভাষক দেব দুলাল গুহোকে ডিম নিক্ষেপ করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্র সমন্বয়করা। এসময় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশের সদস্যরা উদ্ধার করে তাকে নিয়ে যায়।
৮ ফেব্রুয়ারি শনিবার বিকেলে লালমনিরহাট সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষক দেব দুলালকে লালমনিরহাট জেলা থেকে প্রত্যাহার করে নেয়ার দাবি জানিয়েছেন ছাত্ররা।
ছাত্রদের অভিযোগ, দীর্ঘদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র আন্দোলন, অন্তর্বর্তী সরকার বিরোধী বিভিন্ন পোস্ট দিয়ে আসছিলেন এই শিক্ষক। এছাড়া ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে উসকানিমূলক পোস্ট দিয়েও সাধারণ মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেন তিনি।
এই শিক্ষকের ফেসবুকে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে দাবি করে একটি পোস্ট দিয়েছিলেন। ফেসবুক ওয়ালে চে গুয়েভারার বিভিন্ন উক্তি সংবাদ মাধ্যমগুলোর খবর শেয়ার করে পোস্ট দিতেন। তিনি লেখেন, ‘বঙ্গবন্ধু ও শহীদ জিয়াকে মুছে ফেলে ওরা কেমন নতুন বাংলাদেশ গড়তে চায়, তা ইতিমধ্যেই পরিষ্কার হয়েছে। মাইনাস টু ফর্মুলাও বাস্তবায়িত হয়ে গেছে। এখন ছাত্রদের নতুন দল নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলেই ষোল কলা পূর্ণ হয়।’
শিক্ষক দেব দুলাল সম্পর্কে কলেজটির অধ্যক্ষ বলেন, কেউ যদি নিজেকে বাঁচাতে না চায় তাহলে আমরা কী করবো। তার তো বাঁচার কোনো চেষ্টাই নাই। ছাত্ররা তাকে ঘেরাও করে রাখে। তখন কেউ তাকে বাঁচাতে যায়নি। সে নিজেই পুলিশকে অনুরোধ করে চলে গেছে। পুলিশ তাকে উদ্ধার করে ফরিদপুরে পাঠিয়ে দেবে। এ সময় সে ছুটিতে থাকবে। মৌখিকভাবে হলেও ছুটি দিতে হবে।
পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, দেব দুলালের নামে কোনো অভিযোগ নেই। তাকে আমরা আটক করে রাখবো কেনো। সে তার দেশের বাড়িতে যাবে। ফেসবুক পোস্ট নিয়ে ছাত্ররা তাকে আটকে রাখে। তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। এ বিষয়টি আমরা তদন্ত করে দেখবো। তার বিষয়ে ডিপার্টমেন্টাল ব্যবস্থা নিবে। আমাদের কাছে ছাত্ররা অভিযোগ করলে, আমরা অভিযোগ তদন্ত করবো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available