• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৬:১৯:১৩ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৬:১৯:১৩ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

একজন ক্রিড়াবীদ দেশের সুনাম বয়ে আনতে পারে: গিয়াসউদ্দিন

৯ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ০১:৫৩:১৭

একজন ক্রিড়াবীদ দেশের সুনাম বয়ে আনতে পারে: গিয়াসউদ্দিন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, একটি দেশকে যদি উন্নত করতে হয় তাহলে প্রথমেই সেই দেশের ছাত্র যুবকদেরকে শিক্ষা দিক্ষায় শিক্ষিত করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়। একজন শিক্ষিত মানুষ যেমন প্রশাসনের দায়িত্ব নিয়ে দেশের উন্নয়নে কল্যাণে কাজ করতে পারে, দেশের সুনাম বয়ে আনতে পারে এর চাইতে একজন ক্রিড়াবীদ দেশের সুনাম আরও অনেক বেশি বয়ে আনতে পারে।

৮ ফেব্রুয়ারি শনিবার বিকালে সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদ আয়োজিত প্রগতি ডিগবল টুর্নামেন্টের উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, খেলা ধুলার মাধ্যমে সারা পৃথিবীর মানুষের সাথে বন্ধুত্বের সেতু বন্ধন রচনা করা যায়। আমাদের দেশের অনেক খেলোয়াড় রয়েছে সারা পৃথিবীর মানুষ তাদেরকে চিনে জানে তাদের মাধ্যমে বাংলাদেশকে চিনে এবং জানে।

আমি আশা করি, সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদ, পাঁচ তাঁরা সংসদ, আদর্শ সংসদসহ সিদ্ধিরগঞ্জ এলাকায় যে সকল সমাজ কল্যাণ প্রতিষ্ঠান রয়েছে এখন থেকে তারা সবার মনোনিবেশ করবে আমাদের ছেলে মেয়েদেরকে কীভাবে খেলাধুলার মাধ্যমে তারা যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে তাদের মাধ্যমে এলাকার সুনাম অর্জন করতে পারে।

গিয়াসউদ্দিন বলে, একটা কথা লক্ষ্য রাখতে হবে আমাদের ছেলে মেয়েরা খেলার মাঠ পায় না সেই কারণে খেলাধুলা করতে পারে না। মোবাইল ফোন তাদেরকে এমনভাবে গ্রাস করেছে যে তাদের স্বাস্থ্য চিন্ত নাই, খেলাধুলার প্রতি তেমন কোনো আগ্রহ নাই পড়া লেখার বিষয়ে পর্যন্ত তারা অমনোযোগী।

এ অবস্থা থেকে তাদের ফিরিয়ে আনতে হলে তাদের মাঠে আনতে হবে এবং দর্শক হিসেবে এলাকার মানুষদেরকেও মাঠে আনতে হবে। খেলাধুলায় যখন থাকবে তখন খারাপ চিন্তা করার কোনো সুযোগ নাই।

সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের সভাপতি নাসিক ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জি,এম, সাদরিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের উপদেষ্টা সামসুদ্দিন আহমেদ, এস,এম নিজামউদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য ইমাম হোসেন বাদল, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী মুন্সী, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদেও উপদেষ্টা বিমল চন্দ কর্মকার পল্টু, শিশির ঘোষ অমর, জহিরুল হক, কাজী মোস্তফা কামাল, নূর মোহাম্মদ, খাইরুল ইসলাম, রাসেদুল হক, মাহবুব হোসেন ও এ,কে হিরা প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ড. ইউনূসকে যা বললেন নরেন্দ্র মোদি
৪ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:৫৯:২৫