নারায়ণগঞ্জ প্রতিনিধি: দেশে স্থিতিশীল পরিবেশ রক্ষার্থে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রুয়ারি রোববার বেলা ১১টায় নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা প্রেস ক্লাব কার্যালয়ে এই সভার আয়োজন করে জমিয়তে উলামায়ে ইসলাম আড়াইহাজার শাখা।
মতবনিমিয় সভায় বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম আড়াইহাজার শাখার সভাপতি মাওলানা মাশরুর আহমেদ।
এ সময় তিনি বলেন, একটা সময় ছিল আমরা আড়াইহাজারে ঢুকতে পারতাম না। এখন সুযোগ হয়েছে। কোনো কারণে যদি দেশের পরিবেশ নষ্ট হয়ে যায়। আমরা আর দাঁড়াতে পারব না। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। এই শান্তির বানী সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। তাহলে সমাজে হানাহানি বিশৃংখলা কমে যাবে। দেশে স্থিতিশিলতা বজায় রাখবে। এই সময়ে প্রয়োজনীয় সাংস্কার শেষ করে দ্রুততম সময়ে নির্বাচন দিতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি। তিনি সকলকে দেশের স্বার্থে এক হয়ে কাজ করার আহ্বান জানান।
এই সময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম আড়াইহাজার শাখার সাধারণ সম্পাদক মাওলানা গিয়াসউদ্দিন, সাবেক সভাপতি মাওলানা সাদেকুর রহমান, সাবেক সহ-সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন, হাইজাদী ইউনিয়নের সভাপতি মাওলানা ওমর ফারুক, ফতেহপুরের সদস্য মাওলানা আবুল কাসেম, গোপালদী পৌরসভার সহসভাপতি মাওলানা মোস্তফা, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মাযহারুল ইসলাম, হাইজাদী ইউনিয়ন ছাত্র জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা তাওহীদুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম হাইজাদী ইউনিয়নের সহ-সভাপতি মাওলানা আহাম্মদ আলী, উপজেলা শাখার সদস্য মাওলানা ইসমাইল হোসেন, খাগকান্দা ইউনিয়নের সদস্য মাওলানা ওমর ফারুক, হাইজাদী ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফেজ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available