হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গভীর রাতে সেলিম রেজা (২৯) নামে এক কৃষকের ৮ শতাধিক আমগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ৮ ফেব্রুয়ারি শনিবার দিনগত রাতে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪ নাম্বার বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। সকালে শিবগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন সেলিম রেজা। তবে অভিযোগে কারও নাম উল্লেখ করেননি তিনি।
জানা যায়, গত ২ বছর আগে এনজিও থেকে ঋণ করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৪ নাম্বার বাঁধ এলাকায় ৯ বিঘা জমি লিজ নিয়ে কাটিমন, বারি-৪ ও আম্রপালিসহ বিভিন্ন জাতের ১৭০০ আমগাছ লাগিয়েছিলেন রানিহাটি ইউনিয়নের কৃষক সেলিম রেজা। গাছগুলোতে মুকুলও এসেছিল। কিন্তু গভীর রাতে ৮ শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে দুশ্চিতায় দিন কাটছে তার।
সেলিম রেজা বলেন, অনেক কষ্ট করে ঋণ নিয়ে এ আম বাগান তৈরি করেছি। কিন্তু আমার আশা পূরণ হলো না। কে বা কারা আমার গাছগুলো গভীর রাতে কেটে ফেলেছে। আমি এই অপকর্মের বিচার চাই। আমার এখন পর্যন্ত প্রায় ৮-১০ লাখ ঋণ করা হয়েছে এই আম বাগানের জন্য। এসব টাকা আমি কীভাবে দিব।
আলি হাসান নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, সেলিমের ৮০০ আম গাছ কেটে ফেলেছেন দুর্বৃত্তরা এটি খুবই দু:খজনক। গরীব মানুষ কীভাবে কি করবে এখনও বুঝে উঠতে পারছে না সেলিম। আমরা তাকে কতক্ষণ শান্তনা দিব। যে এসব গাছ কেটেছে তার শাস্তি হওয়া দরকার।
সংশ্লিট ইউপি সদস্য মফিজ উদ্দিন বলেন, ঘটনাটি যেহেতু রাতের অন্ধকারে হয়েছে সেহেতু সুনির্দিষ্ট করে কাউকে অভিযুক্ত করা যাচ্ছে না। থানায় অভিযোগ হয়েছে অপরাধিকে খুঁজে বের করা হবে। আমি সেলিমের জমিতে গিয়েছিলাম।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান আলি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available