• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৭:০৭:১৬ (11-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৭:০৭:১৬ (11-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নিজেদের ফ্ল্যাটে এক রশিতেই ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ

১১ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:৩৫:৪৯

নিজেদের ফ্ল্যাটে এক রশিতেই ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ

স্টাফ রিপোর্টার, সাভার: শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় ৫তলা ভবনের একটি ফ্ল্যাট থেকে এক রশিতে ঝুলন্ত অবস্থায় এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১০ ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার জামগড়ার কাঁঠালতলা এলাকার আফাজ উদ্দিনের মালিকানাধীন ৫তলা ভবনের একটি ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তবে তারা কী কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি এখনো।

নিহতরা হলেন- বরগুনার পাথরঘাটা উপজেলার বড়ইতলা গ্রামের মোস্তফার ছেলে মো. শাওন এবং একই উপজেলার জমাদ্দার বাড়ি গ্রামের শাহ-আলম মাতব্বরের মেয়ে হাফিজা। তারা দুজনেই আশুলিয়ার দ্যা রোজ ড্রেসেস নামের একটি পোশাক কারখানায় চাকুরি করতেন বলে জানা গেছে।

এদিকে, একই দিন বিকেলে আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জনৈক মকবুলের ভাড়া বাড়ি থেকে ফারজানা আক্তার নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ থানা এলাকার ফজলু মিয়ার মেয়ে। বিকেলেই তার মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় ৫ মাস আগে আশুলিয়ার কাঁঠালতলা এলাকার আফাজ উদ্দিনের ৫তলা ভবনের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন শাওন-হাফিজা দম্পতি। প্রতিদিনের মতো সোমবার সকালে তারা কারখানায় চলে যান এবং রাতে বাসায় ফিরে আসেন। পরে রাতে তাদের কক্ষে একই রশিতে তাদের মরদেহ ঝুলছে দেখে প্রতিবেশীরা বাড়িওয়ালাকে খবর দেন। বাড়িওয়ালা এসে পুলিশে খবর দিলে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দম্পতির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।  

এ ব্যাপারে বাড়িওয়ালা আফাজ উদ্দিন বলেন, তাদের মধ্যে কখনো পারিবারিক কলহ হয়েছে বলে শুনিনি। ঋণ ছিল কি-না তাও কখনো শুনিনি। কিন্তু কী কারণে তারা এই পথ বেছে নিল, জানা নেই।

এ বিষয়ে আশুলিয়া থানার এসআই জসিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে তারা আত্মহত্যা করেছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভান্ডারিয়ায় গলায় ফাঁস দিয়ে শিশুর আত্মহত্যা
১১ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:৫১:০৯



কোম্পানীগঞ্জ থানার ১৩ পুলিশ সদস্য ক্লোজড
১১ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:২৩:৪৪

আমতলীতে সড়ক দুর্ঘটনায় নানা-নাতিসহ নিহত ৩, আহত ২
১১ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:২৩:১৫

মেহেরপুরে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
১১ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:০৬:৩১

হবিগঞ্জের সাবেক এমপি মজিদ খান কারাগারে
১১ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:০০:২৩



চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন
১১ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:৪৮:৩৮