নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার ১০ নং নূরুল্যাবাদ ইউনিয়ন চেয়ারম্যানের পদটি শূণ্য ঘোষণা করেছে স্থানীয় সরকার মন্ত্রনালয়। ৮ মে সোমবার স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। এ ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন ইয়াছিন আলী প্রামাণিক।
প্রজ্ঞাপনটিতে বলা হয়েছে, ইউপি চেয়ারম্যান ইয়াছিন আলী প্রামাণিক এর বিরুদ্ধে সরকার থেকে পাওয়া বরাদ্দে অনিয়ম এবং ইউপি সদস্যদের কাছ থেকে ঘুষ গ্রহনের অভিযোগ প্রমানিত হয়েছে। এছাড়া অভিযোগ আছে প্রধানমন্ত্রীর রাজশাহী বিভাগীয় সমাবেশকে কেন্দ্রকরে গত ২৬ জানুয়ারী রাতে চেয়ারম্যান তার জামায়াতে ইসলামীর অনুসারীদের নিয়ে পশ্চিম নূরুল্যাবাদ হাজিপাড়া জামে মসজিদে নাশকতার উদ্দেশ্যে সরকার বিরোধী বৈঠক করে। এ কারণে চলতি বছরের ২ জানুয়ারি এ ইউনিয়নের ১০ জন সদস্য তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাঠায় স্থানীয় সরকার বিভাগ, জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দফতরে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৯ ধারা মোতাবেক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিশেষ সভা ডাকেন। এসময় অনাস্থা প্রস্তাবের পক্ষে ১০ জন সদস্য উন্মুক্ত আলোচনার দুই-তৃতীয়াংশের বেশি সম্মতি জ্ঞাপন করেন। ইউপি চেয়ারম্যান ইয়াছিন আলীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে। সুতরাং জনস্বার্থে জেলা প্রশাসকের প্রেরিত অনাস্থা প্রস্তাবটি স্থানীয় সরকার বিভাগ অনুমোদন করে চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করে।
এ বিষয়ে নুরুল্যাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আলী প্রামাণিকের সাথে কথা বলা হয়। তিনি বলেন, আমি এ সংক্রান্ত একটি চিঠি হাতে পেয়েছিল। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে সেগুলো মিথ্যা। রাজনৈতিক ও হিংসাত্মকভাবে ইউপি সদস্যরা এ অভিযোগ করেছে। যেসব বিষয়ে অভিযোগ দেয়া হয়েছিল তদন্তের সময় আমি সবগুলোর জবাব দিয়েছি।
নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ইব্রাহীম বলেন, ৯ মে মঙ্গলবার এ সংক্রান্ত একটি চিঠি হাতে পেয়েছি। পরবর্তীতে খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available