নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম করে অর্ধকোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে তার অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
১১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুজাউদ্দৌলা লিপটন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪নং বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
এসময় বক্তারা বলেন, সুজাউদ্দৌলা লিপটন দীর্ঘদিন ধরে ক্ষমতায় থেকে নিয়ম নীতির তোয়াক্কা না করে বিভিন্ন অনিয়ম দুর্নীতি করে আসছেন। ইউপি সদস্যদের না জানিয়ে সরকারি প্রকল্পের টাকা আত্মসাতসহ টাকার বিনিময়ে গ্রাম আদালতের বিচার নিজ বাড়িতে করেন। তিনি জাতীয় পার্টির নেতা হওয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন। তিনি সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা সাধারণ মানুষকে না দিয়ে নিজেই প্রায় অর্ধকোটি টাকা আত্মসাৎ করেন।
এসময় ইউপি সদস্য খলিলুর রহমান ডাবলু বলেন, চেয়ারম্যান লিপটন দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার ফলে বিভিন্ন অনিয়ম দুর্নীতি করে আসছেন। তিনি সকল ইউপি সদস্যদের না জানিয়ে সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন। তিনি কোনো ধরনের নিয়ম নীতির তোয়াক্কা করেন না। আমরা এ মানববন্ধন করার আগে তার প্রতি অনাস্থা এনে অনিয়ম দুর্নীতি তুলে ধরে তার অপসারণের দাবি জানিয়ে লিখিত অভিযোগ করি। অভিযোগ সূত্রে গত রোববার এক জন কর্মকর্তা তদন্ত করতে আসেন। তবে চেয়ারম্যান তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের দুজন ইউপি সদস্যদের উপর হামলা করেন। স্থানীয়রা ছুটে এসে আমাদের রক্ষা করে হাসপাতালে নিয়ে যায়। আমরা তার অনিয়মের বিচার চেয়ে হামলার শিকার হয়েছি। এখানে স্থানীয় জনসাধারণ ও ইউপি সদস্যরা এসে তার অপসারণের দাবিতে মানববন্ধন করছেন। দ্রুত তাকে অপসারণ করা না হলে আমরা আরও বৃহৎ আন্দোলন গড়ে তুলব।
মানববন্ধনে বাহাগিলী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য স্বপন রানা, খলিলুর রহমান ডাবলু, এমদাদুল হক, ইয়াহিয়া খান, সাদেকুল ইসলাম, যুবদল নেতা মোস্তাফিজার রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available