• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে ফাল্গুন ১৪৩১ রাত ০২:১১:৪১ (13-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে ফাল্গুন ১৪৩১ রাত ০২:১১:৪১ (13-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

১১ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:২৭:০৫

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অটোরিক্সার সাথে মোটরসাইকেলের সংঘর্ষে রিয়াদ চৌধুরী (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

১১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ মহাসড়কের রানিহাটি ঝিল্লি পাড়া মোড়ে এই সড়ক দুর্ঘটনা ঘটে।  

নিহত রিয়াদ নীলফামারী জেলার মধুপুর গ্রামের রতন চৌধুরীর ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ ফুলকুঁড়ি ইসলামিক অ্যাকাডেমির এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, সকালে রিয়াদ মোটরসাইকেলে করে কোচিং সেন্টারে যাওয়ার পথে ঝিল্লি পাড়া মোড়ে অটোরিক্সার সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে রিয়াদ ঘটনাস্থলেই মারা যান। নিহতের বাবা চাঁপাইনবাবগঞ্জে মহারাজপুর পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত আছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহারাজপুর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) শেখর চন্দ্র সাহা বলেন, আমাদের অফিসের লাইন টেকনিশিয়ান রতন চৌধুরীর ছেলে রিয়াদ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তিনি এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

এদিকে গতকাল ১০ ফেব্রুয়ারি (সোমবার) বিকালে একই সড়কে ট্রাক চাপায় মোশারফ হোসেন (৫৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ