• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৪:২৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৪:২৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

রাজনীতি

আসন্ন সব নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

১১ মে ২০২৩ বিকাল ০৫:০৭:৩৬

আসন্ন সব নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

জাতীয় পার্টি

বরিশাল ব্যুরো: জাতীয় পার্টি আসন্ন সব নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)।

১১ মে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে যতগুলো নির্বাচন হবে, সবগুলোতে জাতীয় পার্টি অংশগ্ৰহণের সিদ্ধান্ত নিয়েছে। আর আমাদের নির্বাচনে আসার দুইটি উদ্দেশ্য; একটি হচ্ছে আমাদের সাংগঠনিক দক্ষতা পরীক্ষা করা যে, দল কী অবস্থায় আছে। অপরটি হচ্ছে সরকার নির্বাচন দিয়ে কী করতে চাচ্ছে।

তিনি আরও বলেন, আমরা যদি নির্বাচনে না আসতাম তাহলে হয়তো সরকার বলতো, আমরা আসলে সঠিক নির্বাচন দিতো। তাই আমরা সরকারকে সঠিক নির্বাচনের সুযোগ দিচ্ছি।

ইভিএম প্রসঙ্গে জি এম কাদের বলেন, ইভিএম ভালো-খারাপ এটা আমি বলতে চাই না। ইভিএম ভালোভাবে ব্যবহার করলে হয়তো ভালো হতো। মানুষের আস্থা ইভিএমের ওপর নেই। সরকার সত্যিকার অর্থে যদি গ্ৰহণযোগ্য নির্বাচন করতে চায় তাহলে ইভিএম ব্যবহার না করাই ভালো।

দুপুর ১২টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বরিশাল বিমানবন্দরে পৌঁছান বিরোধীদলীয় উপনেতা। তার সফরসঙ্গী হিসেবে জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু, দলের কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশিদ, মেজর (অবসরপ্রাপ্ত) রানা মোহাম্মদ সোহেল, রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমূখ।

পরে বিমানবন্দর এলাকায় বরিশাল-৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর সভাপতিত্বে এক পথসভায় বক্তব্য দেন জাপা চেয়ারম্যান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০