গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষে পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারি সোমবার বিকালে গলাচিপা দিঘীর পাড় অফিসার্স ক্লাবের সামনে এই উৎসবের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সহধর্মিণী নাহিদা রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছিম রেজার সহধর্মিণী আফরোজা হীরা এবং উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলমের সহধর্মিণী লাকী মাহমুদ।
এই উৎসবে ১২টি স্টলে বাহারি রকমের শীতের পিঠা প্রদর্শিত হয়। অতিথিরা প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং স্থানীয় নারীদের হাতে তৈরি ঐতিহ্যবাহী পিঠার স্বাদ গ্রহণ করেন। এছাড়া জুলাই বিপ্লবের স্মৃতিচারণে চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়, যা দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করে। উৎসবটি ঘুরে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়া উৎসবস্থলে চটপটি, ঝালমুড়ি, ফুচকাসহ বিভিন্ন স্টল বসে, যা আয়োজনকে আরও রঙিন করে তোলে। শিশুদের জন্য খেলনার দোকানও ছিল, যা ছোটদের আনন্দে মাতিয়ে রাখে। বিপুলসংখ্যক কিশোর-কিশোরী, যুবক-যুবতীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসব আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
এদিকে পিঠা উৎসবের পাশাপাশি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। দর্শকদের মন জয় করা নৃত্য ও সংগীত পরিবেশনা পুরো উৎসবকে আরও উপভোগ্য করে তোলে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available