সাভার (ঢাকা) প্রতিনিধি: দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাতে অপারেশন ডেভিল হান্ট অভিযান চলমান রয়েছে। এ অভিযানের আওতায় সাভার উপজেলার একাধিক মামলার আসামি সাবেক সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিবের মামা কুটি মোল্লাসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ।
১১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকাজেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, সাভার সার্কেল মো. শাহীনুর কবিরের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ মো. জুয়েল মিঞার নেতৃত্বে সাভার মডেল থানার একটি বিশেষ টিম রাতে ডেভিল হান্ট অপারেশন পরিচালনা করে ১৪ আসামিকে আটক করেছে।
এদের মধ্যে মো. দেলোয়ার হোসেনকে (৫৭) মুক্তির মোড় থেকে, রাজাশন ও কাউন্দিয়া এলাকায় অভিযান পরিচালনা করে শাহাদাত হোসেন (৩৪), কাউন্দিয়া থেকে পৌর ১নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ সভাপতি আসমা খানম শিল্পী (৩৭), সাভার পৌর এলাকার ডগরমোড়া থেকে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এমপি মইনুল হোসেন খান নিখিলের পিএস আবু বকর সিদ্দিক (৪৮), দিলখুশাবাগ এলাকার থেকে মো. আনোয়ার হোসেন মাঝি (৪৪), যাদুরচর এলাকা থেকে কৃষকলীগ নেতা মো. সেলিম ভূঁইয়া (৫০), আমিনবাজার থেকে মো. নাছির হোসেন (২৪) ও আমিনবাজার ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. শওকত আলী (৬৫), বলিয়ারপুর বাসস্ট্যান্ড থেকে কাউন্দিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. আব্দুর রাজ্জাক (৪৩), হেমায়েতপুর এলাকা থেকে মো. রুহুল আমিন (৫৫), তেঁতুলঝোড়া ২নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি যুবরাজ মিলন (২২), হযরতপুর ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম (৩৪) এবং সাভার উত্তরপাড়া এলাকার মৃত ইব্রাহিম মোল্লার ছেলে আখতারুজ্জামান কুটি মোল্লাকে (৫৫) আটক করা হয়েছে।
আশুলিয়ার রুস্তমপুর থেকে বিজয় গোপাল চন্দ্র সাহা (৫৫)কে আটক করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, ডেভিল হান্ট অপারেশনে গ্রেফতার ব্যক্তিদের সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হবে। ডেভিল হান্ট অভিযানে সাভারের আইন শৃঙ্খলা অনেকটাই স্বাভাবিক হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available