বাগেরহাট প্রতিনিধি: অপারেশন ডেভিল হান্টে বাগেরহাটের মোংলায় অভিযান পরিচালনা করে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
১১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ১টা থেকে ভোর ৬টা পর্যন্ত কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি বেইস মোংলা, নৌবাহিনী ও পুলিশ এর সমন্বয়ে বাগেরহাটের মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের মালগাজী এলাকা এবং বুড়িডাঙ্গা ইউনিয়নের দিগরাজ বাজার সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার অনিক মাহ্মুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন মো. জাহাঙ্গীর হোসেন (৪৩), মো. ডালিম (৫২), মো. শফিকুর রহমান (৭২) এবং বিধান চন্দ্র রায় (৬৬)। এরা সকলেই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী।
কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার অনিক মাহ্মুদ জানান, রাতভর অভিযান চালিয়ে ১টি দুইনলা বিদেশি বন্দুক ও ১৫ রাউন্ড তাজা কার্তুজসহ তাদের আটক করা হয়। অস্ত্রসহ আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available