• ঢাকা
  • |
  • বুধবার ৩০শে মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৬:৩৮ (12-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৩০শে মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৬:৩৮ (12-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ০১:৫৩:১৯

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে প্রাইভেট কার ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এনজিওর ম্যানেজার মো. আলী আজগর বাদল (৪৮) নিহত হয়েছেন। এ সময় শিক্ষিকাসহ ৩ শিক্ষার্থী ও প্রাইভেটকার চালক আহত হয়েছেন। এরমধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

১২ ফেব্রুয়ারি বুধবার সকালের দিকে উপজেলার ঢাকা-টাঙাইল বাইপাস সড়কের বাঙ্গালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আলী আজগর বাদল উপজেলার সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকার নুরুল ইসলাম মাস্টারের ছেলে। তিনি একটি এনজিওর ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

আহতরা হলেন- ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষিকা স্বরনিকা আলম (৩০), তার দুই মেয়ে জিম (৭) ও জাহিন (৬)। এছাড়া ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের অপর শিক্ষার্থী জুন (১৪) ও ড্রাইভার আলমগীর আহত হন। এর মধ্যে আহত স্বরনিকা আলমের অবস্থা আশংকাজনক। আহতরা সকলেই টাঙ্গাইল জেলার কালিয়াকৈর থানার হিজলহাটি গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও আহতের আত্মীয়রা জানায়, সকাল ৭টার দিকে কালিয়াকৈর থেকে সাভার ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজগামী প্রাইভেট কারটি বাঙ্গালপাড়া এলাকায় পৌঁছুলে অপরদিক থেকে আসা একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারের নিচে পড়ে যান মোটরসাইকেল আরোহী। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। এরপর প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে প্রাইভেটে কারে থাকা ৫ জন আহত হন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম দুর্ঘটনার খবরটি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৩
১২ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:৩৪:২৮





সিলেট সীমান্তে প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
১২ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:৪৭:৩৩

মিরপুরে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু
১২ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:৩৫:৫৪