সুনামগঞ্জ প্রতিনিধি: দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গ্রেফতারের লক্ষ্যে সুনামগঞ্জে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট’।
জেলার বিভিন্ন থানা কর্তৃক পরিচালিত এ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন, দোয়ারাবাজার থানার দোয়ারাবাজার গ্রামের বাসিন্দা তপন সরকার তপু (৫০)। তিনি দোয়ারাবাজার উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য। একই গ্রামের প্রিয়তোষ দে চন্ডী (৪৪)। তিনি দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক। ছাতক থানার রুক্কা গ্রামের বাসিন্দা আব্দুর রহমান (৫৮)। তিনি উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। জগন্নাথপুর থানার মোহাম্মদপুর সেরা গ্রামের বাসিন্দা মো. মুহিবুর রহমান (৪৫)। তিনি পাটলী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক। শাল্লা থানার সহদেবপাশা গ্রামের বাসিন্দা আরজ আলী (৫৩)। তিনি শাল্লা থানা কৃষক লীগের সদস্য। দিরাই থানার কাজুয়াবাদ গ্রামের বাসিন্দা সাঈদ আহম্মেদ খসরু (৪৩)। তিনি রাজনগর ইউপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ওয়ার্ড মেম্বার।
সুনামগঞ্জ পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন জানান, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে এই অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available