ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ: ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা সোয়া ১১টার সময় (বিএসটি) বাংলাদেশের অভ্যন্তরে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) ব্যবস্থাপনায় সোনামসজিদ বিওপিতে ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান, এসজিপি, রিজিয়ন কমান্ডার, রংপুর এবং ইন্সপেক্টর জেনারেল শ্রী মানিন্দ্র প্রতাপ সিং পাওয়ার, সাউথ রেঙ্গল ফ্রন্টিয়ার, বিএসএফ’র মধ্যে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সৌজন্য সাক্ষাতে রাজশাহী সেক্টর কমান্ডার এবং বিএসএফ’র মালদা সেক্টর কমান্ডারসহ উভয় দেশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাতে সীমান্ত সংক্রান্ত দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।
বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি-বিএসএফ’র মধ্যে চলমান সুসম্পর্ক আরো সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে সীমান্তে আকস্মিক যেকোনো সমস্যা সংশ্লিষ্ট কমান্ডার পর্যায়ে যোগাযোগ-পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানে একমত হন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available