নওগাঁ প্রতিনিধি: সমাপ্ত স্টেপ প্রকল্প থেকে রাজস্ব খাতে প্রক্রিয়াধীন ৭৭৭ জন শিক্ষকের দীর্ঘ ৩৪ মাস বকেয়া বেতন-ভাতা প্রদান ও দ্রুত রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
১১ মে বৃহস্পতিবার বিকেল ৪ টায় নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাধারণ শিক্ষার্থীদের পক্ষে মানববন্ধনে সভাপতিত্ব করেন আশিকুর রহমান আশিক। এসময় বক্তব্য দেন শিক্ষার্থী জুলকার নাইম, সিজার, সিজান, শাহারিয়াসহ অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা।
বক্তারা কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমাদের ইনস্টিটিউটের শিক্ষকরা দীর্ঘ ৩৪ মাস যাবত বেতন-ভাতা না পেয়ে অত্যন্ত মানবেতর ও উদ্বিগ্ন অবস্থায় দিন অতিবাহিত করছেন। এতে করে সঠিকভাবে ক্লাস পরিচালনা হচ্ছে না। ফলে আমরা সাধারণ শিক্ষার্থীরা সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছি। তাই অনতিবিলম্বে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে কাজটি দ্রুত সম্পন্ন করার ও বেতন-ভাতাদ পরিশোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available