নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় কৃষি কর্মকর্তাদের সাথে ন্যাশনাল এগ্রিকেয়ারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারি বুধবার নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের সম্মেলন কক্ষে ন্যাশনাল এগ্রিকেয়ার ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেড এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল কালাম আজাদ।
এসময় বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মো. খলিলুর রহমান, নওগাঁ রিজিওন রিজিওনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মো. লুৎফর রহমান, নওগাঁ টেরিটরি অফিসার মো. জাহিদুল ইসলাম ও মহাদেবপুর টেরিটরি অফিসার মো. নুর আলামীনসহ অন্যরা।
সভায় কোন মৌসুমে ফল ও ফসলের কি ধরনের রোগ-বালাই হয়ে থাকে, এসব রোগবালাই দমনে কি ধরনের কীটনাশক এবং কি পরিমাণ স্প্রে করতে হবে সেসব বিষয়ে আলোচনা করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available