হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: বিশ্বের অনেক দেশে লোহার খনি আবিষ্কৃত হলেও বাংলাদেশে প্রথম হিলির মনসাপুরে ৫ বর্গ কিলোমিটার আয়তনের এ লোহার খনি আকিষ্কৃত হয়। এ খনিতে আনুমনিক ৬২৫ মিলিয়ন মেট্রিকটন লোহা মজুত রয়েছে যা দেশের আগামি ৩০ বছরের লোহার প্রয়োজন মেটাবে।
১১ মে বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে বড় পুকুরিয়া কোল্ড মাইনিং কোম্পানীর তত্বাবধানে প্রিলিমিনারী স্ট্যাডি ফর ডেভলপমেন্ট শীর্ষক জরিপ কাজের পরিদর্শন ও উদ্বোধন করেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মো. শিবলী সাদিক। অনুষ্ঠানে তিনি বলেন, এ খনি থেকে লোহা উত্তোলন শুরু হলে হাকিমপুর উপজেলাসহ দেশের চিত্র পাল্টে দেবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বড় পুকুরিয়া কোল্ড মাইনিং কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার, হাকিমপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ নুর-ই-আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, আলীহাট ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল এবং হামিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া।
বড় পুকুরিয়া কোল্ড মাইনিং কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার জানান, ৫ বর্গ কিলোমিটারের মধ্যে ৬ টি কুপ খনন করে উত্তোলনের সম্ভাব্যতা যাচাই করা হবে।
এর আগে বাংলাদেশ ভূ-তাত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) ২০১৩ সালে উপজেলার মুর্শিদপুর এলাকায় প্রথম কূপ খনন করে। এর ধারাবাহিকতায় দীর্ঘ ৬ বছর পর ২০১৯ সালের এপ্রিলে ইসবপুর গ্রামে ২য় পর্যায়ে কূপ খনন করে ভূগর্ভের ১ হাজার ৭৫০ ফুট নীচে ৪০০ ফুট পুরুত্বের লোহার স্তর পাওয়া যায়। এর পর উপজেলার ভাটারা গ্রামে তৃতীয় কূপ খনন করা হয়। বিশ্বের অনেক দেশে লোহার খনি আবিষ্কার হলেও বাংলাদেশে এটিই প্রথম।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available