• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা ফাল্গুন ১৪৩১ দুপুর ০২:০৪:৪৩ (13-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা ফাল্গুন ১৪৩১ দুপুর ০২:০৪:৪৪ (13-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

গোপালগঞ্জে সাবেক পুলিশ অফিসার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

১৩ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৮:৫৫:৫৭

গোপালগঞ্জে সাবেক পুলিশ অফিসার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

গোপালগঞ্জ প্রতিনিধি: জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন ও দাখিলকৃত সম্পদের বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে অবসরপ্রাপ্ত পুলিশের সহকারী পুলিশ সুপার ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় নিজে বাদী হয়ে ১২ ফেব্রুয়ারি বোধবার এ মামলা রুজু করেন।

আসামিরা হলেন মাসুমা আলম (৫২) এবং তার স্বামী সহকারী পুলিশ সুপার (অবসরপ্রাপ্ত) এস, এম, বদরুল আলম। তাদের উভয়ে বর্তমানে খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকা বসবাস করেন। তবে তাদের স্থায়ী ঠিকানা গোপালগঞ্জ কাশিয়ানী থানার অন্তর্গত রাতইল ইউনিয়নের ধানকোড়া গ্রাম।

মামলার বিবরণীতে জানা গেছে, আসামি মাসুমা আলম দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ২ কোটি ৮২ লাখ ৭৯ হাজার ৬৬৯ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের ঘোষণা দেন। উক্ত সম্পদের বিপরীতে গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ২ কোটি ৩৪ লাখ ৮৮ হাজার ৪৯৯ টাকা। পারিবারিক ব্যয় ৬৯ লাখ ৪৩ হাজার ৪৫১ টাকা বাদে তার গ্রহণযোগ্য নীট আয় ১ কোটি ৬৫ লাখ ৪৫ হাজার ৪৮ টাকা পাওয়া যায়। এক্ষেত্রে আসামি মাসুমা আলম জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৬০ লাখ ৩৮ হাজার ৮৩২ টাকার সম্পদের মালিকানা অর্জন ও ভোগদখলে রেখেছেন। তার স্বামী এস, এম, বদরুল আলম তার অবৈধ আয়ের মাধ্যমে অর্জিত ৬০ লাখ ৩৮ হাজার ৮৩২ টাকার সম্পদ তার স্ত্রী আসামি মাসুমা আলম এর মালিকানা ও ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দন্ডবিধি, ১৮৬০ এর ১০৯ ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সিইসির সাথে জামায়াতের বৈঠক চলছে
১৩ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০:৫২:১৭