• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা ফাল্গুন ১৪৩১ দুপুর ০২:০৪:০৭ (13-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা ফাল্গুন ১৪৩১ দুপুর ০২:০৪:০৭ (13-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

অপারেশন ডেভিল হান্টের আওতায় রাঙামাটিতে আটক ১৬

১৩ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৯:১৩:০৬

অপারেশন ডেভিল হান্টের আওতায় রাঙামাটিতে আটক ১৬

রাঙামাটি প্রতিনিধি: অপারেশন ডেভিল হান্টের আওতায় পার্বত্য রাঙামাটিতে ১২ ফেব্রুয়ারি বুধবার মধ্যরাত পর্যন্ত দুই জনকে আটক করার তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. সাহেদ উদ্দিন।

তিনি জানান, ১২ ফেব্রুয়ারি বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জেলা শহরের বনরূপা কাটাপাহাড়ের নিজবাসা থেকে মো. সাইদুজ্জামান পাপ্পুকে গ্রেফতার করা হয়েছে।

পাপ্পু রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এবং রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। সে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সংগঠক ও সভাপতি প্রার্থী ছিলেন।

অপরদিকে বুধবার রাতের বেলায় শহরের তবলছড়ির স্বর্ণটিলা এলাকায় অভিযান দিয়ে পৌর আওয়ামী লীগের সদস্য ইয়াছিন ভান্ডারিকে গ্রেফতার করা হয়েছে বলে প্রতিবেদককে নিশ্চিত করেছেন ওসি।

এক প্রশ্নের জবাবে ওসি জানান, অপারেশন ডেভিল হান্টের আওতায় অভিযান পরিচালনা করে বুধবার মধ্যরাত পর্যন্ত সর্বমোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহামেদ জানিয়েছেন, অপারেশন ডেভিল হান্টের আওতায় মঙ্গলবার পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছিলো।

কোতয়ালী থানার ওসির তথ্যানুসারে বুধবারের দুজনসহ রাঙামাটিতে ডেভিল হান্ট অপারেশনে সর্বমোট ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারদের মধ্যে, রাঙামাটি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মনছুর আলী, রাঙামাটি সদর উপজেলা শ্রমিকলীগের সভাপতি শাহজালাল মাঝি, ৯নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাওলা মিয়া, কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বিকাশ কান্তি দাশ, উপজেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক জাকির হোসেন, ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জাফর আহম্মদ, ঘাগড়া ইউনিয়ন ছাত্রলীগের কর্মী শাহিন হাওলাদার, ঘাগড়া ওয়ার্ড ছাত্রলীগের কর্মী মো. ইরফান আলীর নাম জানা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সিইসির সাথে জামায়াতের বৈঠক চলছে
১৩ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০:৫২:১৭