লালমনিরহাট প্রতিনিধি: ২৭ মামলার আসামী লালমনিরহাট জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক, হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক ভাইস চেয়ারম্যান, বড়খাতা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক এবং মেসার্স এম.এস.এম ব্রিকস্ এর পরিচালক এ.এস.এম. শামসুজ্জামান সেলিম গ্রেফতার হয়েছেন। ১২ ফেব্রুয়ারি বুধবার বিকাল সাড়ে ৩টায় লালমনিরহাট সরকারি কলেজ গেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ.এস.এম. শামসুজ্জামান সেলিম সিআর ৪১৩/২৩, সিআর ৪১৪/২৩ এবং সিআর ৪৫/২৪ নং মামলার সাজাপ্রাপ্ত আসামি। এছাড়াও তিনি আরও ২৫টি সিআর মামলার আসামি। তার বিরুদ্ধে ৩টা সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ও অন্যান্য মামলার ১২টিসহ মোট ১৫টি ওয়ারেন্ট রয়েছে। লালমনিরহাট জেলা ডিবি অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহম্মেদের নেতৃত্বে তাকে গ্রেফতার করে লালমনিরহাট থানায় সোপর্দ করা হয়।
এ.এস.এম. শামসুজ্জামান সেলিমকে গ্রেফতারের বিষয়টি লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরনবী নিশ্চিত করেছেন।
অপরদিকে আদিতমারী সরকারি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু আহসাদ মো. মোনতাজিমকে আদিতমারী উপজেলা গেটের সামনে থেকে গ্রেফতার করেছে আদিতমারী থানা পুলিশ। তাকে রংপুরের বদরগঞ্জ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সাংবাদিক বাদশা ওসমানী হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available