নোয়াখালী প্রতিনিধি: তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে নোয়াখালীতে আলোচনা সভা এবং জুলাই-আগস্ট ২০২৪ এর অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত ও অসমর্থ যুবকদের আর্থিক সহায়তা প্রদান করেছে নোয়াখালী জেলা প্রশাসন।
১২ ফেব্রুয়ারি বুধবার বিকেলে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা পরিষদের সহায়তায় আহত ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এ সময় জুলাই গণঅভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে অংশ নিয়ে আহত হওয়া ১৮৯ জন ও ২৪ জন শহীদের পরিবারের সদস্যরা উপস্থিত থেকে আর্থিক সহায়তা বুঝে নেন। পরিবারগুলোর মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে ১১ লাখ ৩৫ হাজার টাকা নগদ প্রদান করা হয়।
এসময় বক্তৃতাকালে অভ্যুত্থানে আহত হওয়া ব্যক্তিরা, শহীদদের পরিবারের সদস্যরা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আন্দোলন চলাকালীন তাদের বিভিন্ন দুঃসহ স্মৃতি তুলে ধরেন।
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের সদস্যদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন এই বাংলাদেশকে বৈষম্যমুক্ত করতে সবাই নিজেদের অবস্থান থেকে কাজ করতে হবে। শহীদ ও আহত পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে পাওয়া সব বরাদ্দ তাদের পরিবারের কাছে সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়া হবে।
এ সময় সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. ইব্রাহিম, নোয়াখালী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সদস্য সচিব বনি ইয়ামিন, মুখ্য সংগঠক ফরহাদুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available