• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা ফাল্গুন ১৪৩১ বিকাল ০৫:১১:৫২ (13-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা ফাল্গুন ১৪৩১ বিকাল ০৫:১১:৫২ (13-Feb-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

দুপুরে দাবি নিয়ে শিক্ষার্থীদের ডিসির সাথে সাক্ষাৎ, বিকেলে পরিদর্শন শেষে কলেজের অবকাঠামো পুনর্নিমাণের আশ্বাস

১৩ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১:১৭:৪১

দুপুরে দাবি নিয়ে শিক্ষার্থীদের ডিসির সাথে সাক্ষাৎ, বিকেলে পরিদর্শন শেষে কলেজের অবকাঠামো পুনর্নিমাণের আশ্বাস

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ভঙ্গুর অবস্থা বিরাজমান নারায়ণগঞ্জ আইন কলেজ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

১২ ফেব্রুয়ারি বুধবার বিকেলে শহরের মিশনপাড়ায় অবস্থিত কলেজটি পরিদর্শন করেন তিনি।

এসময় দেশের প্রাচীন আইন কলেজটির ভঙ্গুর পরিস্থিতি দেখে দ্রুত এর অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দেন ডিসি। এর আগেও নারায়ণগঞ্জের সাবেক জেলা প্রশাসক মাহমুদুল হক কলেজটি পরিদর্শন করে তা অবকাঠামো পুনর্নিমাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তার বাস্তবায়ন হয়নি।  

আইন কলেজের সাধারণ শিক্ষার্থীরা জানান, বুধবার দুপুরে অধ্যক্ষের সঙ্গে ছাত্রছাত্রীরা কলেজের পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। শিক্ষক ও শিক্ষার্থীরা কলেজের দূরাবস্থার কথা উল্লেখ করে কলেজ উন্নয়নে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় শিক্ষার্থীরা জেলা প্রশাসককে কলেজ পরিদর্শনের জন্য অনুরোধ জানান। বিকেলে জেলা প্রশাসক কলেজ পরিদর্শনে আসেন। কলেজ প্রাঙ্গনে যাবার পর কলেজের অধ্যক্ষ ও শিক্ষার্থীরা জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করেন। পরে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসক কলেজের ভবন, শ্রেণিকক্ষ ও কলেজ প্রাঙ্গন ঘুরে দেখেন। দেশের প্রাচীন আইন কলেজটির ভঙ্গুর অবস্থা দেখে জেলা প্রশাসক হতাশা প্রকাশ করেন।

কলেজের শ্রেণিকক্ষ পরিদর্শনের সময় কলেজের শিক্ষার্থীদের পক্ষে ছাত্র নেতা ফারহানা মানিক মুনা ও মো. শাহেদ হোসাইন জেলা প্রশাসকের কাছে কলেজের জমি হস্তান্তর, কলেজের নতুন ভবন নির্মাণ, লাইব্রেরি স্থাপনসহ নানান দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক কলেজ উন্নয়নে যাবতীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন। জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে কলেজে লাইব্রেরি নির্মাণ, ডিপ টিউবওয়েল স্থাপন ও শৌচাগার নির্মাণের ঘোষণা দেন।

আইন কলেজ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বী, সহকারী কমিশনার তামশিদ ইরাম, কলেজের অধ্যক্ষ এড. মো. সাখাওয়াত হোসেন ভূঁইয়া, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, আইন কলেজের প্রভাষক (ভারপ্রাপ্ত সহকারী অধ্যক্ষ) এড. মো. সালাহ্ উদ্দীন ভূঁইয়া সবুজ, এড. আবু রায়হান, এড. মিনহাজুল ইসলাম ভূঁইয়া ও অ্যাডভোকেট মো. রাসেল প্রধান ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপনসহ প্রশাসনের কর্মকর্তাসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




খালেদা জিয়ার নাইকো মামলার রায় ১৯ ফেব্রুয়ারি
১৩ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:৩১:৩৭

ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চায় বিএনপি
১৩ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:৩১:২০


কচুয়ায় অস্ত্রসহ ডাকাত আটক
১৩ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:০৬:০৬

কুমিল্লায় এসিল্যান্ডের উপর হামলা, আহত ২
১৩ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:৪৪:১০

টুঙ্গিপাড়ায় শিক্ষা উপকরণ বিতরণ
১৩ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:২৫:৩৩