ওয়াহিদুর রহমান, জগন্নাথপুর (সুনামগঞ্জ): সুনামগঞ্জের জগন্নাথপুরে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে রাকেশ রায় (৭৫) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন।
১২ ফেব্রুয়ারি বুধবার বিকেল ৩টায় জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর শেখপাড়া এলাকায় জগন্নাথপুরে-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকেশ রায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার উমেতনগর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার জগন্নাথপুরের উদ্দেশ্যে বিকেলে রানীগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী অটোরিকশা (সিএনজি) ও রানীগঞ্জের উদ্দেশ্য জগন্নাথপুর থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী ইজিবাইক (টমটম) মহাসড়কের রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর শেখপাড়া এলাকায় আসলে মুখামুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধ মারা যান। এ সময় অটোরিকশা, ইজিবাইকের চালক, নারী-শিশুসহ আরে ৬ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার আহতদের অবস্থা বেগতিক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, এ ঘটনায় গাড়ি দুটিকে জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available