• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা ফাল্গুন ১৪৩১ রাত ১১:১০:৫৫ (13-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা ফাল্গুন ১৪৩১ রাত ১১:১০:৫৫ (13-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কাউনিয়ায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

১৩ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:২৭:০৯

কাউনিয়ায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় গৃহবধূ ধর্ষণ মামলায় আত্মগোপনে থাকা আসামি ছাইরুদ্দিনকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব।

১২ ফেব্রুয়ারি বুধবার রাতে বগুড়া জেলার শেরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রাতেই কাউনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব-১২। ছাইরুদ্দিন উপজেলার চর ঢুষমাড়া গ্রামের গোলাম হোসেনের ছেলে।

১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৪ জুলাই ওই নারীর স্বামী বাড়িতে না থাকার সুযোগে রাতে ঘরে ঢুকে তাকে জোড় পূর্বক ধর্ষণ করে ছাইরুদ্দিন। ওই নারীর শরীরের বিভিন্ন স্থান জখম করে ধর্ষক ছাইরুদ্দিন। ওই নারীর ঘর থেকে লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে যায় ছাইরুদ্দিন। ছাইরুদ্দিন ওই নারীর প্রতিবেশী চাচা শ্বশুর। পরদিন স্বামীকে ধর্ষণের ঘটনা জানায় ওই নারী। পরে গত বছরের ২২ জুলাই ওই নারীর স্বামী বাদী হয়ে কাউনিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করলে গা ঢাকা দেয় ছাইরুদ্দিন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, মামলা দায়ের পর থেকে আত্মগোপনে যান ছাইরুদ্দিন। পুলিশের পাশাপাশি র‌্যাবও আসামিকে গ্রেফতারের জন্য মাঠে নামে। অবশেষে র‌্যাব-১২ বুধবার রাতে বগুড়ার শেরপুর থানাধীন এলাকা থেকে আসামি ছাইরুদ্দিনকে গ্রেফতার করে। রাতেই কাউনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঈদ করেই দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া
১৩ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:০২:৫২






তেজগাঁও কলেজকে সরকারিকরণের দাবিতে সংবাদ সম্মেলন
১৩ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৫৪:০০