• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা ফাল্গুন ১৪৩১ রাত ০২:২৬:৩৪ (14-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১লা ফাল্গুন ১৪৩১ রাত ০২:২৬:৩৪ (14-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাণীশংকৈল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল, সম্পাদক খুরশিদ

১৩ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৫৮:২৪

রাণীশংকৈল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল, সম্পাদক খুরশিদ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পূর্ণ হয়েছে। ভোটাররা গণতান্ত্রিকভাবে তাদের ভোট প্রয়োগ করে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করেছেন।

সভাপতি পদে এশিয়ান টিভি জেলা প্রতিনিধি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক পদে দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি-খুরশিদ আলম শাওন ও যুগ্ম সম্পাদক পদে দৈনিক ঢাকা টাইমস প্রতিনিধি ইসমাম আহমেদ নির্বাচিত হয়েছেন।

১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত প্রেস ক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ২ জন ও যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এতে সভাপতি পদে আশরাফুল আলম ৯ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফারুক আহমেদ ৬ ভোট ও মোবারক আলী ৫ ভোট পেয়ে পরাজিত হন।

এদিকে সাধারণ সম্পাদক পদে দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি খুরশিদ আলম শাওন ১১-৯ ভোটের ব্যবধানে তার প্রতিদ্বন্দ্বী দৈনিক করতোয়া পত্রিকার প্রতিনিধি মো. বিপ্লবকে পরাজিত করে বিজয়ী হন। অন্যদিকে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি বিজয় রায় পান ১০ ভোট এবং ঢাকা টাইমস পত্রিকার প্রতিনিধি ইসমাম আহমেদ পান ১০ ভোট। পরে লটারিতে ইসমাম আহমেদ বিজয়ী লাভ করেন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান ও রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক নির্বাচন পরিদর্শনে আসেন।

নির্বাচনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রেস ক্লাবের আহ্বায়ক ছবিকান্ত দেব। যুগ্ম আহ্বায়ক একে আজাদ ও সদস্য সচিব নাজমুল হোসেন।

অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি মাসুদ রানা পলক (বিটিভি ও দৈনিক ইনকিলাব), অর্থ ও দপ্তর সম্পাদক জিয়াউর রহমান (যায়যায়দিন), প্রচার সম্পাদক মো. সবুজ ইসলাম (দৈনিক গণমানুষের আওয়াজ) ও নির্বাহী সদস্য পদে আনোয়ার হোসেন আকাশ (দৈনিক আমাদের সময়), আনোয়ার হোসেন জীবন (দৈনিক নয়া দিগন্ত), আব্দুল্লাহ আল নোমান (দৈনিক জনকণ্ঠ) নির্বাচিত হয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঈদ করেই দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া
১৩ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:০২:৫২






তেজগাঁও কলেজকে সরকারিকরণের দাবিতে সংবাদ সম্মেলন
১৩ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৫৪:০০