• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৩:৪৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৩:৪৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কেরানীগঞ্জে জাল দলিলে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা

১২ মে ২০২৩ সকাল ১০:৩৭:৩৮

কেরানীগঞ্জে জাল দলিলে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে শুভাঢ্যা ঘোষ বাড়ি এলাকায় ১১ মে বৃহস্পতিবার বিকেলে প্রবাসী বিল্লাল মিয়ার বাড়িতে ঢুকে একদল সন্ত্রাসী তার স্ত্রী ও সন্তানকে জোরপূর্বক অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে। এ সময় সন্ত্রাসীরা ঘরের ভেতরে থাকা আলমারির ড্রয়ার ভেঙ্গে  টাকা-পয়সা, স্বর্ণালংকার, ৩ টি মোবাইল ফোন ও সোনার চেইন লুট করে বলে অভিযোগ করেছেন বিল্লালের স্ত্রী রিমা আক্তার (সুবর্ণা)। এ ঘটনায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে পুলিশে খবর দিলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রিমা আক্তার জানান, আমার স্বামী বিল্লাল মিয়া সৌদি প্রবাসী, তিনি মাঝেমধ্যেই দেশে আসেন। এ বছর রমজান মাসে আমার স্বামী দেশে এসে মামুন ফকির নামে এক লোকের কাছে আমাদের বসতবাড়ি বিক্রি করে দিয়েছে এমনটি দাবি করে মামুন ফকির আমাদের বসতবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বলে। এতে আমরা বাড়ি ছাড়তে অস্বীকৃতি জানালে ১১ মে দুপুরে  ২০-২৫ জন ভাড়াটে সন্ত্রাসী দিয়ে জোরপূর্বক আমার সন্তান, আমার মা এবং আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি ঘরে আটকে রাখে। এসময় ফ্ল্যাটের সমস্ত মালামাল রাস্তায় ফেলে দেয় এবং বাড়ি খালি করতে আমাদেরকে বাসা থেকে বের করে বাড়ির গেট তালাবদ্ধ করে দেয়।

তিনি আরও জানান মামুন ফকির শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী বাসের উদ্দিনের মেয়ের জামাই। আজ বাসের উদ্দিনের উপস্থিতিতেই  রাজনৈতিক প্রভাব খাটিয়ে জাল দলিল বানিয়ে আমার বাড়ি দখলের চেষ্টা করেছে।

ঘটনাস্থল পরিদর্শনে আসা দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক স্বপন কুমার জানান, খবর পেয়ে সন্ধ্যা ৬ টায় ঘটনাস্থলে আসি। এসময় দক্ষিন কেরানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজামানের নির্দেশে পুনরায় রিমা আক্তার সুবর্ণার কাছে বাড়ির দখল ফেরত দেয়া হয়।  বিরোধ নিষ্পত্তির জন্য দুই পক্ষকেই তাদের সমস্ত কাগজপত্র নিয়ে থানায় হাজির হতে বলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০