• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৭:২৬:৩৭ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৭:২৬:৩৭ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে উন্নয়ন প্রকল্প নিয়ে পাউবো’র গণশুনানি

১৪ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ০২:৪০:৪৫

চাঁপাইনবাবগঞ্জে উন্নয়ন প্রকল্প নিয়ে পাউবো’র গণশুনানি

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে নদীর উন্নয়নসহ বহুমুখী প্রকল্প বাস্তবায়নে মাঠে নেমেছে পানি উন্নয়ন বোর্ড।

১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র নিজস্ব কার্যালয়ে গণশুনানির আয়োজন করে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জের আওতায় জেলায় চলমান ও প্রস্তাবিত প্রকল্পসমূহের ওপর এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন পানি উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. এস, এম, আহসান হাবীব।

অনুষ্ঠিত গণশুনানিতে অংশগ্রহণ করেন ৫৩ বিজিবির সহকারী পরিচালক রফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার রুপ কুমার, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবু সাঈদ, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তায়েফ উল্লাহ হুজাইফ, বালিয়াডাঙ্গা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মুনিরুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক মো. আব্দুর রাহিম, শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রফেসর কামাল উদ্দীন, শিবগঞ্জ ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাইদুর রহমান, নাগরিক টিভির সাংবাদিক ফারুক আহমেদ চৌধুরী, মাসুদুর রহমান, ইজউই ফারুক আহমেদ, এ. এইচ. এম. এম বাচ্চু, চরজগন্নাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাহেব জান মাস্টার, ঠিকাদার জামাল উদ্দীন নাসের, ঠিকাদার খাজা তারেক, ঠিকাদার আব্দুল্লাহ খান, ঠিকাদার আলহাজ রাকিবুর রহমান প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ