পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে পৃথক অভিযানে বিপুল পরিমাণের মাদকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা।
১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে সদর থানার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া সাকিনে ৬নং ওয়ার্ডে অভিযান পরিচালনা তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় ৭ কেজি ২৫০ গ্রাম নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা, ৩০০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের মোট ১০,০০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন- মোসা. গুলবানু (৫৫), মো. রাজিব খান (৩৫), মো. রবিউল ইসলাম (২২), মোসা. নাজমা আক্তার (২৫), মো. আলমগীর মোল্লা (৪৪)।
এছাড়া পিরোজপুর ডিবির আরেকটি অভিযানে পৌরসভার ১নং ওয়ার্ড মুক্তারকাঠি গ্রামের আলমগীর মোল্লাকে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
পিরোজপুর জেলার পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় ৩টি মামলা দায়ের করা হয়েছে। পিরোজপুর জেলাকে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত করতে জেলা পুলিশের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available