• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৬:৪১:১৮ (03-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৬:৪১:১৮ (03-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

টুঙ্গিপাড়ায় রুপালী লাইফ ইন্সুরেন্সের কর্মকর্তাদের মানববন্ধন

১৫ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:৪১:৫৬

টুঙ্গিপাড়ায় রুপালী লাইফ ইন্সুরেন্সের কর্মকর্তাদের মানববন্ধন

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রুপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ও শাখার ব্যবস্থাপক মো. রাকিবুজ্জামানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারণার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৫ ফেব্রুয়ারি শনিবার বেলা ১২ টায় উপজেলার পাটগাতী বাজারের রুপালী লাইফ ইন্স্যুরেন্স কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক মো. রাকিবুজ্জামান, সহকারী ব্যবস্থাপক মো. হামিম শেখ, শফিকুল ইসলাম ও হিসাবরক্ষক আলী আনসারী।

এসময় বক্তারা বলেন, টুঙ্গিপাড়া উপজেলার রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি চলে গেছে ও ঐ শাখার ব্যবস্থাপক মো. রাকিবুজ্জামান লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করেছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

বক্তারা আরও বলেন, ২০২০ সালের জুন মাসে টুঙ্গিপাড়ায় রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কার্যক্রম শুরু করে। সেই থেকে সম্পূর্ণ আস্থার সাথে কোম্পানি গ্রাহকের সাথে কাজ করে যাচ্ছে। তাই একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে কোম্পানি ও কর্মকর্তাদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। তাই আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ