লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটসহ তিস্তাপাড়ে পানির ন্যায্যহিস্যার দাবিতে টানা দুইদিনের কর্মসূচির এক দিন আগে হঠাৎ শুষ্ক তিস্তা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত পানি ছেড়ে দিতে বন্ধ থাকা ব্যারেজের ৪৪টি গেটের নিচের অংশ খুলে রাখা হয়েছে। পানির কিছু রিজার্ভ করে রাখা হচ্ছে ব্যারাজ প্রকল্পের সেচ ট্যাংকে।
১৫ ফেব্রুয়ারি শনিবার রাতে ব্যারাজের পানি পরিমাপক রহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকাল থেকে হঠাৎ উজান থেকে পানি এসেছে। পানি ছেড়ে দেয়ার জন্য জলকপাটগুলো নিচ থেকে চার-পাঁচ ফুট করে খুলে রাখা হয়েছে।
অসময়ে তিস্তার পানি ছাড়ার কারণ সম্পর্কে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা কিছু জানাতে পারেননি।
কৃষক রাকিবুল ইসলাম বলেন, তিস্তার চরে তামাক, ভুট্টা আলু, পেঁয়াজ আর মিষ্টি কুমড়ার চাষ হয়েছে। পানি বৃদ্ধি পেলে তার ফসলের অনেক ক্ষতি হবে।
মাঠ পর্যায়ের কয়েকজন কৃষি কর্মকর্তা বলেন, পানির ঢল চলে আসলে আবাদ করা ভুট্টার ক্ষতি হবে। মিষ্টি কুমড়া শতভাগ নষ্ট হবে। পেঁয়াজ-রসুন আশি ভাগ নষ্ট হবে। গমের ক্ষতি হবে। মাঠের আলুর দশ ভাগ ক্ষতি হবে।
এদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে সর্বস্তরের জনগণকে নিয়ে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি নদীপাড়ে অবস্থান কর্মসূচি দিয়েছেন। তার ডাকা স্থানীয় এই আন্দোলনটি জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available