• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৭:২৯:২১ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৭:২৯:২১ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শাহরাস্তি পৌর আওয়ামী লীগের সভাপতি বিমানবন্দর থেকে গ্রেফতার

১৬ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:৫৩:৩৮

শাহরাস্তি পৌর আওয়ামী লীগের সভাপতি বিমানবন্দর থেকে গ্রেফতার

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তি পৌর আওয়ামী লীগের সভাপতি আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েলকে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।

১৫ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতার জুয়েল শাহরাস্তি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ির বাসিন্দা এবং মৃত নজিবুল হক চৌধুরীর পুত্র। ২০২২ সালের নভেম্বরে তিনি পৌর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

ইতোপূর্বে উপজেলা যুবলীগের আহবায়ক থাকাকালীন তার বিরুদ্ধে ডাকাতিয়া নদীর বালি উত্তোলন ও উন্নয়নমূলক প্রকল্পে টেন্ডার সিন্ডিকেট নিয়ন্ত্রণসহ অসংখ্য অভিযোগ রয়েছে।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জুয়েল বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালিত করেছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে শাহরাস্তি থানায় আনার আইনী প্রক্রিয়া চলমান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ