• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই ফাল্গুন ১৪৩১ রাত ০১:৪৯:২১ (20-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই ফাল্গুন ১৪৩১ রাত ০১:৪৯:২১ (20-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শিবচরে ড্রাম ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

১৬ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:৩১:২৪

শিবচরে ড্রাম ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে একটি ড্রাম ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

১৫ ফেব্রুয়ারি শনিবার রাত এগারোটার দিকে উপজেলার পূর্ব সন্যাসীরচর এলাকার প্রস্তাবিত সেনাবাহিনীর তেলের পাম্পের সামনে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিমন বেপারী দ্বিতীয়খন্ড ইউনিয়নের ঠেঙ্গামারা গ্রামের নুর মোহাম্মদ বেপারীর ছেলে ও নিহত নয়ন মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার রুস্তম হাওলাদারের ছেলে। তারা দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজারে একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ‘সূর্যনগর বাজারে একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন লিমন ও নয়ন। গ্যারেজ বন্ধ করে প্রতিদিনের মতো বাড়িতে ফিরছিলেন। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পূর্ব সন্যাসীরচর এলাকায় প্রস্তাবিত সেনাবাহিনীর তেলের পাম্প সংলগ্ন এলাকায় বালুর ড্রাম ট্রাকটি বেপরেয়া গতিতে ভুল পাশ দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসতে থাকা মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই লিমন বেপারীর মৃত্যু হয় এবং পিছনে থাকা নয়ন গুরুতর আহত হন। নয়নকে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়।’

শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, ‘ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে ও আরেকজনকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। ঘটনাটি খুব দুঃখজনক। ড্রাম ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



‘ডেভিল হান্ট’ অভিযানে আরও ৫৩২ জন গ্রেফতার
১৯ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:০৮:০৫


গাইবান্ধায় গাঁজাসহ পুলিশের এএসআই আটক
১৯ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৪০:৫২