• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই ফাল্গুন ১৪৩১ রাত ০১:৪০:০২ (20-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই ফাল্গুন ১৪৩১ রাত ০১:৪০:০২ (20-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নিখোঁজের ৩ দিন পর বিনয় বিশ্বাসের দ্বিখণ্ডিত মরদেহ মিলল মর্গে

১৬ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:০৫:৩৫

নিখোঁজের ৩ দিন পর বিনয় বিশ্বাসের দ্বিখণ্ডিত মরদেহ মিলল মর্গে

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীর নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিখোঁজের তিনদিন পর বিনয় বিশ্বাস (৫৮) নামের এক টেইলার্স মালিকের দ্বিখণ্ডিত মরদেহ পাওয়া গেছে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে। খবর পেয়ে ১৬ ফেব্রুয়ারি রোববার দুপুরে মরদেহটি শনাক্ত করেন স্বজনরা। তাদের ভাষ্য, বিনয় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

নিহত বিনয় কুমারখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলংগী এলাকার বীরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে এবং শহরের সোনাবন্ধু সড়কের অনুপম টেইলার্সের স্বত্বাধিকারী।

পুলিশ ও স্বজনদের সাথে আলাপকালে জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুরে বিনয় বিশ্বাস তার টেইলার্সের দোকান থেকে বেড়িয়ে যান। এরপর আর তিনি বাড়ি বা দোকানে ফিরে না গেলে স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তাকে না পেয়ে ওই দিন রাতে কুমারখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন স্বজনরা। আর আজ রোববার দুপুরে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে তার দ্বিখণ্ডিত মরদেহটি শনাক্ত করেন স্বজনরা।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহম্মদ সিদ্দিকুল ইসলাম ফোনে জানান, গত শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে দৌলতদিয়া থেকে ছেড়ে আসা কুষ্টিয়া গামী শাটল ট্রেনটি পাচুরিয়া রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে অজ্ঞাত ব্যক্তি রেললাইনে মাথা দেন এবং তিনি দ্বিখণ্ডিত হয়ে মারা যান। পরে মরদেহটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রাখা হয়।

জানতে চাইলে বিনয়ের জামাই সুমন বিশ্বাস বলেন, আমার শ্বশুর গত শুক্রবার দোকানে গিয়ে আর বাড়ি ফেরেনি। এর পরে বিভিন্ন স্থানে খোজাখুজি করে না পাওয়া গেলে ওই দিন রাতে থানায় জিডি করা হয়। আর রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে গিয়ে দ্বিখণ্ডিত মরদেহ দেখতে পাই। যতটুকু শোনা গেছে শ্বশুর ট্রেনের নিচে মাথা দিয়ে আত্নহত্যা করেছেন। তবে কেনো আত্মহত্যা করেছে তা এখনো জানা যাইনি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক নিকট আত্মীয় জানান, বেশ‌ কিছু দিন যাবৎ অর্থ কষ্টে ভুগছিলেন তিনি।

কুমারখালী থানার উপপরিদর্শক বিপ্লব বিশ্বাস বলেন, নিখোঁজ বিনয়ের দ্বিখণ্ডিত মরদেহটি রাজবাড়ী মর্গে পাওয়া গেছে। স্বজনরা মরদেহটি শনাক্ত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



‘ডেভিল হান্ট’ অভিযানে আরও ৫৩২ জন গ্রেফতার
১৯ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:০৮:০৫


গাইবান্ধায় গাঁজাসহ পুলিশের এএসআই আটক
১৯ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৪০:৫২