বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলা শহরের প্রধান সড়ক প্রশস্তকরণে রাস্তার দুপাশে জমি অধিগ্রহণের জন্য মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
১৬ ফেব্রুয়ারি রোববার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে সাধারণ-জনতার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বদলগাছী উপজেলা শহরের প্রধান সড়কটি প্রশস্তকরণের কাজ চলছে। সড়ক প্রশস্তকরণ চলমান কাজে সড়কের দুপাশে জমি অধিগ্রহণ না করে একপাশে অধিগ্রহণের চেষ্টা করায় স্থানীয়রা বৈষম্যের শিকার হচ্ছে বলে মানববন্ধন থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এক পাশে নয় বৈষম্য দূর করে দ্রুত সড়কের দুপাশের জমি অধিগ্রহণের জন্য জোর দাবি জানান বক্তারা।
মানববন্ধনের পর একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে-একটি স্মারকলিপি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক জাহাঙ্গীর আলম, টিটু, বেলাল,মাসুদ, সাথী প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available