• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই ফাল্গুন ১৪৩১ রাত ০২:১১:০৬ (20-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই ফাল্গুন ১৪৩১ রাত ০২:১১:০৬ (20-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

পাইকগাছায় ছাত্র-জনতার আন্দোলনে চেয়ারম্যান আজাদের পদত্যাগ

১৬ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:২৬:২৩

পাইকগাছায় ছাত্র-জনতার আন্দোলনে চেয়ারম্যান আজাদের পদত্যাগ

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ছাত্র-জনতা ও সাধারণ জনগণের অব্যাহত আন্দোলনের মুখে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন রাড়ুলী ইউনিয়নের ৬ বারের নির্বাচিত চেয়ারম্যান সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী গীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

১৫ ফেব্রুয়ারি শনিবার ছাত্র-জনতা ও সাধারণ জনগণের আহ্বানে ইউনিয়নের বাঁকা বাজারে চেয়ারম্যান আবুল কালাম আজাদের পদত্যাগের দাবিতে মানববন্ধনের খবরটি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক ভাবে প্রচার হয়। মানববন্ধন থেকে ঘোষণা করা হয় তিনি পদত্যাগ না করলে আজ (১৬ ফেব্রুয়ারি) ইউনিয়ন পরিষদের সামনে আবারও মানববন্ধন করা হবে।

ঘোষনা অনুযায়ী রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে ছাত্র-জনতা ও এলাকাবাসী ইউনিয়ন পরিষদের সামনে একত্রিত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শুরু করলে উপায়ন্ত না পেয়ে চেয়ারম্যান আবুল কালাম আজাদ পদত্যাগের সিদ্ধান্ত নেন। এসময় তিনি বার্ধক্য ও শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে জেলা প্রশাসক বরাবর পদত্যাগের আবেদন করেন।

পদত্যাগের খবরটি মুহূর্তে মধ্যে ছড়িয়ে পড়লে আন্দোলকারীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায় এবং আনন্দ মিছিল বের করে সর্বসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন জানান, রাড়ুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের পদত্যাগ পত্রটি পেয়েছি। পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন পত্রটি পাঠানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



‘ডেভিল হান্ট’ অভিযানে আরও ৫৩২ জন গ্রেফতার
১৯ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:০৮:০৫


গাইবান্ধায় গাঁজাসহ পুলিশের এএসআই আটক
১৯ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৪০:৫২