• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৩:৩০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৩:৩০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আমতলীতে ঘূর্ণিঝড় মোখার জন্য প্রস্তুত ১১১ আশ্রয়কেন্দ্র

১৩ মে ২০২৩ সকাল ০৮:১৩:৫৫

আমতলীতে ঘূর্ণিঝড় মোখার জন্য প্রস্তুত ১১১ আশ্রয়কেন্দ্র

আমতলী (বরগুনা)প্রতিনিধি: বরগুনার আমতলী  উপজেলাসহ উপকূলীয় অঞ্চলে বিরাজ করছে ঘূর্ণিঝড় ‘মোখা’ আতঙ্ক। মোখার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে এই উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি প্রস্তুতিমুলক সভা করেছে।

১১ মে বৃহস্পতিবার আমতলীউপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয় আমতলী উপজেলার ১১১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত  রাখা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে প্রস্তুতিমুলক সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও অ্যাডভেকেট এম এ কাদের মিয়া, ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, আখতারুজ্জামান বাদল খান, রফিকুল ইসলাম রিপন, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, সোহেলী পারভীন মালা, অ্যাডভোকেট এইচ এম মনিরুল ইসলাম মনি, প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসাইনসহ সকল সরকারি দপ্তরপ্রধান ও সাংবাদিকরা।

বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, দুর্যোগকবলিত এলাকায় আমরা দ্রুত খাদ্য সহায়তা পাঠানোর জন্য পর্যাপ্ত চাল মজুদ রেখেছি। শুকনা খাবারও হাতের কাছে রাখা হয়েছে। ঘূর্ণিঝড় মোখার পরিস্থিতি অবনতি হলে প্রয়োজনে আবার দ্রুত সভা আহবান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য জেলার ছয়টি উপজেলায় সার্বক্ষণিক কন্ট্রোলরুম খোলা থাকবে।

এদিকে ঘূর্ণিঝড় মোকাবেলায় বরগুনার আমতলী উপজেলায় সিপিপি, রেড ক্রিসেন্ট সোসাইটি, জাগো নারী, ব্র্যাক, রোভার স্কাউটের স্বেচ্ছাসেবকরা মাঠে কাজ করবে বলে সভায় জানানো হয়।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০